আলাপ:রামতারণ সান্যাল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নামতারণ সান্যাল।

প্রথম অপেরা মাস্টার।

রামতারণ সান্যালের জন্ম বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের রাজবাড়ী  জেলার বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামে। ইংরেজ সরকার প্রণয়ন করেন কুখ্যাত নাট্য নিয়ন্ত্রণ আইন।প্রথম গ্রেপ্তার হয়েছিলেন রামতারণ সান্যাল।

পিতা বৈকুণ্ঠতারণ সান্যাল । রামতারণ বিভিন্ন গীতিনাট্যের সুর ও তাল শিক্ষা দিতেন। নাট্যজগতে প্রথম সুরারোপ করেন "আদর্শ সতী" নাটকে।নাট্যগীতির অন্যতম সুরস্রষ্টা ছিলেন রামতারণ সান্যাল। ১৮৭৬  সালের ৪ঠা মার্চ গ্রেট ন্যাশনাল থিয়েটারে গীতিনাট্য 'সতী কি কলঙ্কিনী' অভিনয়কালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার প্রেক্ষাগৃহে প্রবেশ করে থিয়েটারের মালিক, নাট্যকার ও অন্যান্য কলাকুশলীদের গ্রেপ্তার করে। তারপরই ইংরেজ সরকার প্রণয়ন করেন কুখ্যাত নাট্য নিয়ন্ত্রণ আইন। গ্রেপ্তার হয়েছিলেন রামতারণ সান্যাল।

নাট্যগীতির ক্ষেত্রে গিরিশচন্দ্র ঘোষ ও রামতারণ সান্যাল শুরু করেছিলেন আরেক বিবর্তনের। আগে গানের কথা অনুযায়ী সুর সংযোগ করা হতো। কিন্তু এই দুই নাট্যগীতিকারের সাহায্যে প্রথমবার সুর অনুযায়ী কথা সংযোগ করা হয়।রামতারণ সান্যালকে ‘অপেরা মাস্টার’ বলা হত। 37.111.242.204 (আলাপ) ১৮:০৬, ১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]