আলাপ:রাজনৈতিক বাস্তবতাবাদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নামকরণ[সম্পাদনা]

Materialism-এর পরিভাষা হিসেবে "বস্তুতন্ত্রবাদ" সঠিক বলে মনে হচ্ছে না। কেননা "তন্ত্র" বলতে system বোঝায়। "বাদ" বলতে একটি মতবাদ বোঝায়। "বস্তুতন্ত্র" নামে কিছু কি আছে? Materialism নিজেই একটি "মতবাদ" বা "দর্শন"। এসব বিবেচনায় Materialism-এর পরিভাষা হিসেবে "বস্তুবাদ"-ই কি যথাযথ নয়? এটি নিজস্ব স্বজ্ঞামূলক মন্তব্য ; পরবর্তীতে ব্যুৎপত্তিগত ব্যাখ্যা উপস্থাপনের চেষ্টা করবো। ভুল মার্জ্জনীয়। Faizul Latif Chowdhury ১৫:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

ফয়জুল ভাইয়ের মত ঠিক। এটির বাংলা বস্তুবাদ বা জড়বাদ। Meterialistic = বস্তুবাদী। বাংলা একাডেমীর অভিধানেও তাই আছে। কিন্তু এই নিবন্ধের সাথে ইংরেজি উইকির লিঙ্ক আছে Political realism/Realism, যা বাস্তববাদ। আর নিবন্ধটিও ঐ সম্মন্ধে। তাই এটির নাম পরিবর্তন করে বাস্তবাদ দেবার পক্ষেই মত।--তানভির (আলাপ | অবদান) ১৫:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]