আলাপ:রাইটিং কাস্ট রাইটিং জেন্ডার

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রবন্ধটির গুরুত্ব[সম্পাদনা]

ড : শর্মিলা রেগে ভারতের অগ্র্যগন্য দলিত নারীবাদির মধ্যে একজন। যে বইটি নিয়ে এই প্রবন্ধ লেখা হয়েছে, সেটি দলিত সাহিত্যের থীয়রেতিকাল বিশ্লেষণ করা হয়েছে। দলিত আন্দোলন এর গুরুত্ব এবং অবদান বুঝতে বইটি সাহায্য করে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই বইটি অন্তত ৮০ বার উদ্ধৃত হয়েছে। সমাজবিজ্ঞান এবং দলিত সাহিত্যের ছাত্র ছাত্রী দের জন্যে এই বইটি প্রয়োজনীয় বলে মনে করা হয়। সেই জন্যে বাংলা উইকিপেডিয়া তে এটি নিয়ে লেখা সুরু করেছিলাম। ইচ্ছা আছে বই টি নিয়ে কিছু স্কলার দের মন্ত্যব্য এই প্রবন্ধ্যে যোগ করব। উদাহরণস্বরূপ EPW তে কারিন কাপাদিয়া র একটি লেখা আছে।

কেও যদি এই বই সম্বন্ধে আরো কিছু যোগ করতে চান/ পারেন, তাহলে প্রবন্ধ টি আরো সম্মৃদ্ধ হবে। ধন্যবাদ।

আপনি একটা বিষয়ে চরম ভুলের মধ্যে আছেন। উল্লেখযোগ্যতার ব্যাপারটা আপনি যে বুঝতে পারছেন না, বুঝতে পারছি। আমিও প্রথমে বুঝিনি। আপনাকে কষ্ট করে এই আলোচনাটা পড়ে দেখার অনুরোধ করছি, যেভাবে আমি শিখেছিলাম উল্লেখযোগ্যতা কী? —মঈনুল ইসলাম (আলাপঅবদান) ১৯:৫৫, ২৮ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

পাদটিকা[সম্পাদনা]

Kapadia, K. (2007). Reading Dalit Women: Memories of Rural Lives in Maharashtra, Economic and Political Weekly, Vol. 42, No. 50 (Dec. 15 - 21, 2007), pp. 27-29