আলাপ:রহনপুর ইউনিয়ন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একত্র করা বিষয়ে আলোচনা[সম্পাদনা]

রহনপুর প্রাচীন পুন্ড্রবর্ধণ রাজ্যের বিখ্যাত বাণিজ্য কেন্দ্র। চাঁপাইনবাবগঞ্জ যখন মোঘল আমলের কেন্দ্রস্থল ছিলো তখন রহনপুর ছিলো তাদের বানিজ্যিক কেন্দ্রস্থল। এখানকার চিটাগং বন্দর এর মতো অনেকটা। কালক্রমে এই রহনপুর জনপদের খানিক অংশ নিয়ে হয়েছে রহনপুর পৌরসভা, আর বাকি অংশ হয়েছে রহনপুর ইউনিয়ন। কিন্তু প্রাচীন রহনপুর জনপদের যে জৌলুশ ছিলো সে সময়ে তার সাথে এখনকার ভৌগলিক সীমারেখা এর কোন মিল নাই। তাই রহনপুর নামের নিবন্ধটি আলাদা ভাবে রাখার পক্ষে মতামত দিচ্ছি আমি। --Nahid Hossain (আলাপ) ১৪:২৫, ২৭ নভেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]