আলাপ:রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাহিত্যকর্ম না সৃষ্টিকর্ম?[সম্পাদনা]

সঙ্গের ইংরেজি নিবন্ধটির নাম Works of Rabindranath Tagore। সেখানে চিত্র ও সংগীতের কথাও অন্তর্ভুক্ত হয়েছে। বাংলায় চিত্র ও সংগীতকে ঠিক সাহিত্যের অন্তর্ভুক্ত করা চলে না। তাই আমার মনে হয় যদি চিত্র ও সংগীতকে এই নিবন্ধের অন্তর্ভুক্ত করতে হয় তবে এটিকে সাহিত্যকর্ম না বলে সৃষ্টিকর্ম বলাই শ্রেয়। অন্যান্যদের মতামতের অপেক্ষায় আছি। --অর্ণব দত্ত ১৮:৩২, ১০ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

সৃষ্টিকর্ম-ই বেশি যথাযথ মনে হচ্ছে। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:০০, ১০ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
আমিও সৃষ্টিকর্মের ব্যাপারে একমত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৩৪, ১১ আগস্ট ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভুল লিঙ্ক[সম্পাদনা]

এই নিবন্ধে ছোটগল্পের নামগুলো দিয়ে কোন পাতা নেই, সেগুলো [[]] ব্যবহার করে লেখায় ঐ শব্দের অর্থে অন্য পাতায় গিয়ে হাজির হয় যেমন চতুরঙ্গ, অতিথি, মহামায়া, দেনাপাওনা প্রভৃতি।--অভি (আলাপ) ১১:৩১, ২৬ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]