আলাপ:রথযাত্রা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গড়বেতার বগড়ীর রথযাত্রা উৎসব[সম্পাদনা]

গড়বেতা থেকে ৮ কিমি দূরে অবস্হিত বগড়ী এক প্রাচীন জনপদ।মহাভারতের আমলে বারনাবতে যতুগৃহ দহনের পর পাণ্ডবগণ মাতা কুন্তীসহ এখানে এসেছিলেন।বগড়ীর আইচ বংশীয় রাজাদের প্রতিষ্ঠিত রাধাকৃষ্ঞ মূর্তি এবং মন্দিরগুলি এখানকার শিল্পপলা ও সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।স্বচ্ছসলিলা শীলাবতী নদী,সবুজ শালবন এবং দিগন্ততবিস্তৃত শস্যক্ষেত্র প্রাচীন বগড়ী পরগণাকে অসামান্য রূপে প্রতিভাত করেছে।ভ্রমণপিপাসু বাঙালির নিকট বগড়ীর আকর্ষণ তাই ক্রমবর্ধমান। পরিবহন ব্যবস্হা-হাওড়া থেকে ট্রেনে গড়বেতা ষ্টেশনে নেমে বাস/অটো/টোটোয় চেপে ২০ মিনিট সময় লাগবে।বাস তুলনায় কম,ভাড়া-১৫ টাকা।টোটো রিজার্ভ করলে ভাড়া-১০০ টাকা। Dipak-Adrish (আলাপ) ০৪:২৮, ৪ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]