আলাপ:মোহাম্মদ সাহাবুদ্দিন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আনুষ্ঠানিক নাম বিভ্রাট[সম্পাদনা]

উনার নাম প্রতিষ্ঠিত মিডিয়া যেমন বিবিসি বা প্রথম আলোতে মোহাম্মদ সাহাবুদ্দিন হিসেবেই উল্লেখ করে সংবাদ ছাপছেন। চুপ্পু নাম টা নিকনেম এবং ব্যতিক্রমি উচ্চারনের হওয়ার কারনে অনেকেই উচ্চারন করেন। রাষ্ট্রপতি এর নামের ক্ষেত্রে ফরমাল নাম হিসেবে ডাকনাম কি উইকিপিডিয়ার মতো বিশ্বকোষে শিরোনাম হিসেবে থাকবে? আলোচনার জন্যই শুরু করা যে কেও যে কোন মতামত দিতে পারেন। NahidHossain (আলাপ) ১৬:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

স্থানান্তর করা হয়েছে। ধারণা করছি মোহাম্মদ সাহাবুদ্দিন হলো তার আনুষ্ঠানিক নাম ও চুপ্পু তার ডাকনাম। আফতাবুজ্জামান (আলাপ) ২১:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ আপনাকে। আমিও আশা করছি এটা তার ডাকনামই হবে। পরবর্তিতে অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত প্রকাশিত হলে প্রয়োজনে পরিবর্তন করা যাবে। -- NahidHossain (আলাপ) ১১:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
সরকারী গ্যাজেট অনুযায়ী নামের বানান হবে মোঃ সাহাবুদ্দিন। @আফতাবুজ্জামানশাকিল (আলাপ · অবদান) ১৭:২৪, ২৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: মোঃ, মো. ইত্যাদি মোহাম্মদের সংক্ষিপ্ত রূপ, কথা ঘুরে ফিরে একই। তবে গ্যাজেট ছাড়া অন্যত্র প্রায় সকল মাধ্যমে পূর্ণরূপ মোহাম্মদ-ই লিখতে দেখছি। আমার মনে হয় মোহাম্মদ থাকুক। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩১, ২৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান গণমাধ্যমে মোহাম্মদ আসার একটা বড় কারণ হতে পারে উইকিপিডিয়ায় এই নামে নিবন্ধ থাকা, অনেক গণমাধ্যম উইকিপিডিয়া অনুসরণ করে। বাংলা ভাষায় যেখানে আনুষ্ঠানিকভাবে এই নামে পরিচিত করানো হচ্ছে সেখানে এই আনুষ্ঠানিক নাম বাংলা উইকিপিডিয়ায় ব্যবহার করতে সমস্যা কোথায় তা আমার কাছে স্পষ্ট নয়। তাছাড়া ব্যক্তির নামের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাতৃভাষায় বানান পরিবর্তনের কোন সুযোগ আছে বলে আমার মনে হয় না। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৫৭, ২৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অফিসিয়াল পোর্টে্রট যোগ[সম্পাদনা]

সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের অফিসিয়াল পোর্টে্রট উইকিপিডিয়ার পেজগুলোতে দেয়া থাকে। বর্তমান মহামান্য রাষ্ট্রপতির একটি পোর্টে্রট বঙ্গভবনের ওয়েবসাইটে দেয়া আছে। এটি কোনভাবে যুক্ত করা যায় কিনা? Sartaj267 (আলাপ) ০৩:৫০, ২৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

Sartaj267, দুঃখের বিষয়, না, কারণ বাংলাদেশ সরকার তাদের কোনও ছবি কোনও উন্মুক্ত লাইসেন্সে প্রকাশ করে না। আফতাবুজ্জামান (আলাপ) ০৮:২৭, ২৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনার অনুরোধ, ৪ মে ২০২৩[সম্পাদনা]

নীচের অংশটুকু রাজনৈতিক জীবন অংশে যোগ করার অনুরোধ করছিঃ

২০২১ সালের লেখা একটি প্রবন্ধে তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালের ২০ আগস্ট তাকে শেখ মুজিব হত্যার প্রতিবাদের কারণে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে মেজর আ ল ম ফজলুর রহমান তাকে শারীরিক নির্যাতন করতে থাকা অবস্থায় তিরস্কারস্বরূপ বঙ্গবন্ধু শব্দটিকে বিকৃত করে বঙ্গবল্টু হিসেবে ব্যবহার করে বলেন, "এই ব্যাটা তোর বঙ্গবল্টু কোথায়?"[১] 202.134.14.146 (আলাপ) ২০:১১, ৪ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র:

  1. চুপ্‌পু, মো সাহাবুদ্দিন (১৫ আগস্ট ২০২১)। "আমার দেখা বঙ্গবন্ধু"বিডিনিউজ২৪। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২ 
আ ল ম ফজলুর রহমানের সমালোচনা অংশে এটি যোগ করা যায়। এই নিবন্ধে বড়জোর "শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালের ২০ আগস্ট তাকে শেখ মুজিব হত্যার প্রতিবাদের কারণে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাওয়া হয়" লাইনটি যোগ করা যায়। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৭, ৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

নাম, ডাকনাম চুপ্পু যোগকরণ[সম্পাদনা]

@আফতাবুজ্জামান রাষ্ট্রপতি হওয়ার আগে তার নিজের লেখা মতামত কলাম এও চুপ্পু লেখা থাকতো। এখন কী সেটা ডাকনাম হিসেবেও যোগ করা যাবে না?

Notbrev (আলাপ) ১৭:০৩, ২৪ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Notbrev, তথ্যছকে দেওয়া আছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৭, ২৪ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]