আলাপ:মুস্তাফিজুর রহমান (গীতিকার)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ উন্নয়নে পরামর্শ[সম্পাদনা]

নিবন্ধটি কলেবরে বেশ বড় হয়েছে। আপনার পরিশ্রম সার্থক হোক -এই কামনা। কয়েকটি পরামর্শ থাকলো নিবন্ধ উন্নয়নের জন্য:

  • কিভাবে একটি বিশ্বকোষীয় জীবনী বিষয়ক নিবন্ধ হতে পারে, তার একটা উদাহরণ হতে পারে উইকিপিডিয়ার বর্তমান একটা নির্বাচিত নিবন্ধ অ্যাঞ্জেলিনা জোলি। বিশ্বকোষীয় নিবন্ধ সম্বন্ধে ধারণা পেতে পারেন।
  • অনুবাদকর্ম কিন্তু তাঁর সাহিত্যচর্চার অংশবিশেষ। তাই তা সাহিত্যচর্চার উপশিরোনাম হতে পারে। শিরোনাম যেখানে দুটো সমান চিহ্ন দিয়ে দিতে হয়, উপশিরোনাম সেখানে তিনটে সমান চিহ্ন দিয়ে দিতে হয়:

==সাহিত্যচর্চা==
===অনুবাদ===

  • '"তাঁর সম্পর্কে অন্যান্যদের মতামত"' অনুচ্ছেদটি সম্পূর্ণই অবিশ্বকোষীয় মনে হচ্ছে। তবে সম্পূর্ণ ফেলে না দিয়ে অন্যত্র এর খুব সংক্ষিপ্ত একটা নির্যাস যেতে পারে হয়তো। বাদ দিলে ক্ষতি নেই।
  • পুরস্কার ও সম্মাননা অংশে কাটাকাটাভাবে লিখতে হবে কী পুরস্কার পেয়েছেন, কী সম্মাননা পেয়েছেন। কে গান গাইলো, সেই গান ইউটিউবে আছে কিনা, তা এখানে নির্দেশ করার কোনোই দরকার নেই।
  • তাঁর নিজস্ব কিছু কথা অংশটি আমার মতে অবান্তর। তিনি কী বিশ্বাস করতেন, তা তাঁর কাজে প্রয়োগ করেছেন কিনা -এসম্বন্ধে একটু বিশ্লেষণাত্মক লেখা তাঁর কর্মেই স্থান পেতে পারে এক কি দুই লাইনে। তারপর সেখানে তথ্যসূত্র টানা যেতে পারে। এছাড়া পুরো অনুচ্ছেদটি অপ্রয়োজনীয়।
  • নিবন্ধের শেষাংশে তথ্যসূত্র উল্লেখ করায় সাধুবাদ জানাচ্ছি। কিন্তু নিবন্ধের প্রতিটা তথ্যই যাচাইযোগ্য হতে হয়। তাই নিবন্ধের কোন তথ্যটি কোথা থেকে নেয়া হয়েছে, তা বোঝাতে ইনলাইন রেফারেন্স খুব দরকার। কিভাবে ইনলাইন রেফারেন্স দিতে হয়, তা আপনি এখানে দেখে নিতে পারেন।
  • নিবন্ধ লেখার দিকনির্দেশনা পেতে উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা এবং উইকিপিডিয়া:উৎকৃষ্ট নিবন্ধ লিখন দেখে নিতে পারেন।

কোনো প্রশ্ন থাকলে সানন্দে জানান। সক্রীয় থাকার চেষ্টা করবো, আন্তরিকভাবে সহায়তার চেষ্টা থাকবে। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:২১, ৭ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]