আলাপ:মীজানুর রহমান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মীজানুর রহমানের নিবন্ধটি শুরু করতে পেরে নিজেকে ভারমুক্ত লাগছে। বাংলা ভাষায় মাত্র কয়েকজন সম্পাদক তাদের পত্রিকার নামকে ছাপিয়ে গিয়েছেন। সম্ভবত মীজানুর রহমান তাদের মধ্যে এক নম্বর্। আমি তার নিজের লেখা একটি জীবনপঞ্জি যোগাড় করেছি। সেটাকে ধরে লিখতে শুরু করেছি। ওনার বই, পত্রিকা এবং অন্যান্য তথ্যাবলী তার পরিবারের সহযোগিতায় অচিরে পেয়ে যাবো। এর বাইরে তাঁর পত্রিকার এখনকার সম্পাদক সাহিত্যক মশিউল ভাই সহযোগিতা করছেন। আশাকরি, তাঁর নিবন্ধটিকে ভাল করা যাবে। Munirhasan (আলাপ) ০৮:৫৮, ৩ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য দরকার[সম্পাদনা]

এ নিবন্ধটিতে বাংলাদেশের বেশ কিছু সাহিত্যিক, শিল্পী ও সম্পাদকের কথা আসবে। সে অংশগুলো উইকিফাই করার ব্যাপারে সাহায্য দরকার। কলকাতার বন্ধুর যদি মিত্র ইনন্সিটিটিউশন আর সেন্ট পলস কলেজের এন্ট্রিতে সহায়তা করেন তাহলে কাজটি আরো এগিয়ে যাবে। Munirhasan (আলাপ) ০৮:৫৮, ৩ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

উল্লেখযোগ্যতা[সম্পাদনা]

মীজানুর রহমান বাংলাদেশের সবচেয়ে দীর্ঘদিন ধরে প্রচলিত সাহিত্য সাময়িকীর সম্পাদক। বরেণ্য এবং বর্ণাঢ্য। তার হাত দিয়ে বাংলাদেশে সাময়িক পত্রিকার শুরু। প্রথম শিশু কিশোর মাসিক ঝংকার, প্রথম সিনে ম্যাগাজিন এই দেশে তার হাত দিয়ে হয়েছে। ১৯৪৬ সালের কলকাতার দাঙ্গা নিয়ে তার স্মৃতিচারণা ষোল ষোলই বা কলিকাতা কমলালয় বাংলা সাহিত্যের দুইটি বিশেষ দিক। আমি শুরুতে লিখেছি যে, এই নিবন্ধটি শুরু করছি আমার নিজের লেখা মীজানুর রহমানের একটি শ্রদ্ধাঞ্জলি থেকে তবে এর জন্য যে সব রেফারেন্স লাগবে সেগুলো আমি অচিরে যোগ করতে পারবো। কোলকাতা কিংবা বাংলাদেশের বিদ্যত সমাজে মীজানুর রহমান যথেষ্ঠ উল্লেখযোগ্য, কেবল রেফারন্সেগুলো যোগ করার অপেক্ষা।‍ Munirhasan (আলাপ) ০৫:২৭, ৫ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]