আলাপ:মিজানুর রহমান সাঈদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

লিংক সংযুক্তকরণ[সম্পাদনা]

@Nokib Sarkar:এই চ্যানেলের লিংকটা তথ্যছকে সংযুক্ত করে দিন। আমি কোনভাবেই করতে পারছি না। - ওয়াইস আলাপ ১৮:২২, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Owais Al Qarni আমার মনে হচ্ছে এখানে যোগ করা ঠিক হবে না। ইনি ইউটিউবে উল্লেখযোগ্যভাবে বিখ্যাত নন। তাছাড়া এটি প্রচারণামূলকও হয়ে যায়। আমি মডিউলটি কেটে দিচ্ছি। নকীব সরকার বলুন... ১৮:৩৯, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar: আমার মতে কেটে দেওয়া ভাল হবে না। আমি বিভিন্ন ইংরেজি নিবন্ধ দেখে এটা রেখেছি। এটা ব্যবসায়িক কোন চ্যানেল না। মুসলমানদের দৈনিন্দিন বিভিন্ন ফতোয়া, অনলাইন আরবি ক্লাস, হাদীস ক্লাস ইত্যাদি করা হয়। বলা যায়, পরিপূর্ণ সেবামূলক চ্যানেল। তাই কেটে দেওয়া কোনভাবেই উচিত হবে না। - ওয়াইস আলাপ ১৮:৪৩, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
Owais Al Qarni আমি আপনাকে বোঝাতে সম্ভবত ব্যর্থ হয়েছি। আসলে প্রচারণা শুধুমাত্র ব্যবসায়িক চ্যানেল/প্রতিষ্ঠানই নয় বরং সেবামূলক চ্যানেল/প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। ইনি নিশ্চয়ই ইউটিউবের শীর্ষ ব্যক্তিত্বের কোনো তালিকায় নেই? সুতরাং ইউটিউবের তথ্য এক্ষেত্রে অবিশ্বকোষীয়। নতুবা মোটামুটি উইকিপিডিয়ায় থাকা জীবিত সকল ব্যক্তিরই তো ইউটিউব চ্যানেল/ফেসবুক পেজ আছে। তাহলে তারা বাদ যাবে কেন? নকীব সরকার বলুন... ১৮:৫১, ৪ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]