আলাপ:মার্টিন গাপটিল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানান্তর[সম্পাদনা]

আমি প্রমান নিয়েই এই পাতা স্থানান্তর করেছি।

এগুলো দেখুন। এছারাও ধারাভাষ্য শুনলেও শুনবেন গাপটিল, গুপ্তিল না। --প্রত্যয় (স্বাগতম) ১৪:৩৫, ৬ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাক্ষ্য-প্রমাণের দরকার পড়তো না যদি অত্র নিবন্ধটি সৃষ্ট না হতো! ধন্যবাদ সংশোধন ও পরামর্শের জন্যে! তবে আলাপ পাতায় ‘নিবন্ধের নামকরণ’ শিরোনামটিই হয়তো যথেষ্ট ছিল এ বিষয়ে যথোচিত ব্যবস্থা নেয়ার জন্যে (যেহেতু নিবন্ধ প্রণেতা) অথবা {{Redirect:মার্টিন গুপ্টিল}} দিলেই ভালো হতো। কেননা নিবন্ধসহ নীচের টেমপ্লেটগুলো থেকেও গুপ্টিলকে গাপটিল করতে হবে যা বর্তমানে সৌন্দর্য্যহানির পর্যায়ে পড়েছে। অথচ, গাপটি বা চুপ মেরে বসে না থেকে সূচনালগ্নেই আগ্রহী কোন ব্যবহারকারী যদি বিষয়টি জানাতেন, নিবন্ধ সম্প্রসারণে অগ্রসর কিংবা ৫টি টেমপ্লেট অনুবাদ করে দিতেন, তাহলে হয়তো এতোক্ষণে রায়ান ম্যাকলারিন শেষ হয়ে যেতো! - Subrata Roy (আলাপ) ১৫:৩৭, ৬ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
[পুণশ্চ: ধারাভাষ্য শুনি না; তবে টেস্ট ক্রিকেট দেখি, অবশ্য সময় পেলে!]