আলাপ:মধ্যযুগীয় ইসলামী বিশ্বের বিজ্ঞানীদের তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প ইসলাম (মূল্যায়ন - মান তালিকা, গুরুত্ব কম)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ইসলামের অংশ, যা উইকিপিডিয়ায় ইসলাম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী তালিকা-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 কম  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী কম-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

অসংখ্য সমস্যা[সম্পাদনা]

এই পেজটি সমস্যায় ভরা। তার মানে হল, মুসলিম বিজ্ঞানী সংক্রান্ত সকল উইকিপিডিয়া (বাংলা) পেজেই এমন সমস্যা দেখা যাবে। এমন কেউ, যার মুসলিম জাতি সমবন্ধে কোন জ্ঞানই নেই, তাকে দিয়ে অনুবাদের কাজটি করানো হয়েছে। এটি কোনভাবেই উইকিপিডিয়ার মত একটি বিশ্বকোষে মানায় না। অভিজ্ঞ মানুষ দিয়ে একটি সাবজেক্টের কাজ করানো উচিত, অন্যথায় না করালেই ভালো।

পরিভাষা তে বারংবার ভুল দেখা যাচ্ছে। ইসলামী বিশ্বকোষ হতে সঠিক পরিভাষা তুলে ধরছি, আশা করি অন্যান্য উইকিপিডিয়ানরা শিক্ষা নিবেনঃ 'ইবনে' প্রচলিত পরিভাষা; কিন্তু একটি বিশ্বকোষের লেখায় এটি ভুল ছাড়া আর কিছুই না। এটি অবশ্যই 'ইবন' বা 'ইব্‌ন' হতে হবে। এটি হল লেখার ধরণ, মুখে বলার সময় কেমন উচ্চারণ হয় তা দিয়ে এখানে কিছু যায় আসে না। মুসলিম জাতির ইতিহাসে টারমিনলজির এমন অনেক নিয়ম কানুন আছে।

যেমন আল-রাযী। এখানে, আরবি ব্অযাকরণ অনুযায়ী উচ্চারণ হবে আর-রাযী, কিন্তু স্কলাস্টিক লেখার নিয়মে আল-রাযীই লেখতে হবে।

আরেকটি জিনিস। জায়গার নাম অনুসরণে মানুষের নাম করন হলে অবশ্যই নামের শেষে দীর্ঘই কার (ী) হবে। শুধু নাম হলে হ্রসই। যেমন আল-রাযী (রাঈ'), আল-ফারাবী (ফারাব), আল-কারখী (কার্‌খ) ইত্যাদি।

তাছাড়া এই পেজে বারবার সহজ বানান ভুল হচ্ছে, সাল সংখ্যা ভুল হচ্ছে। এক সাল এমন ছিল - ১৬০৭ থেকে ১৪৫০। এটার কোন অর্থ আছে? এমনই দায়সারা ভাবে পেজটির কাজ করে হয়েছে। — The revealer (আলাপঅবদান) ১৪:০২, ২১ জুন ২০১৯ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।[উত্তর দিন]

তালিকা সম্পর্কে[সম্পাদনা]

আমি এখানে ইংরেজি উইকিপিডিয়ার মতো সামঞ্জস্যতা রেখে, যেসব বিজ্ঞানীরা ইসলামি স্বর্ণযুগে বিজ্ঞান ও সভ্যতায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদের তালিকা তৈরি করছি। যা আমার তৈরির আগে ছিল বিশ্বের মুসলিম বিজ্ঞানীগণ প্রায় সর্বসময়ের। কারও কোন আপত্তি থাকলে, নির্দ্বিধায় নীচে আলোচনা শুরু করতে পারেন। -- ওহিদ (আলাপ) ২০:১২, ২৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এর জন্য দুঃখের সাথে বলতে হচ্ছে বেশ কয়েকজন বিজ্ঞানীদের বাদ দিতে লাগবে। তবে আপনাকে বলছি (যিনি ওনাদের নাম যোগ করেছেন) চিন্তা করতে হবে না, ইতিহাস থেকে পরে উদ্ধার করা সম্ভব হবে। তবে খেয়াল রাখবেন, নির্ভরযোগ্য উৎস থাকলেও এখানে আপাতত অষ্টম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী মধ্যকার বিজ্ঞানীদের নাম যুক্ত করিবেন। পরবর্তীতে দেখে এটি বর্ধিত করা যেতে পারে। -- ওহিদ (আলাপ) ২০:২৩, ২৮ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]