আলাপ:ভরতভায়না

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প বাংলাদেশ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

কে. এন. দীক্ষিতের ভ্রমণকাল আসলে কবে?[সম্পাদনা]

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া বলছেন ১৯১৪ সালের আগে তিনি ভ্রমণ করেছিলেন ভরতভায়না। কিন্তু মো: মোশাররফ হোসেন লিখেছেন:

প্রত্নস্থলের সমতল থেকে ১২.২০ মিটার (৪০.০৩ ফুট) উঁচু্ একটি ঢিবি আছে, যার পাদদেশের বেড় ২৫০ মিটার (৮২০.২১ ফুট)। ১৯২২ খ্রিস্টাব্দে ভারতীয় পুরাতাত্ত্বিক জরিপের একজন কর্মকর্তা সর্বপ্রথম এই ঢিবি পরিদর্শন করেন, যার মতে, এই ঢিবিতে একটি মঠের ধ্বংসাবশেষ রয়েছে।

এই ভারতীয় পুরাতাত্ত্বিক তো মনে হচ্ছে দীক্ষিত সাহেবই। তাহলে ১৯২২ হয় কী করে? এটা যে ১৯১২ নয়, তা আমি নিশ্চিত হয়েছি। কেউ কি তৃতীয় কোনো তথ্যসূত্র উল্লেখ করতে পারেন? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৫০, ১৮ জুন ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]