আলাপ:ভরতনাট্যম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বানান[সম্পাদনা]

হিন্দি, সংস্কৃত, ও তামিল উইকিতে এই নাচটার নাম "ভরতনাট্যম", "ভরতনট্যম" নয়। আর সংসদ বঙ্গ-ইঙ্গ অভিধানে (নিচের লিংকে) এটার নাম "ভারতনাট্যম"। তবু এই নিবন্ধের শিরোনামে "ভরতনট্যম" লেখা। কোনটা ঠিক? --সামীরুদ্দৌলা ১৯:৫৪, ৮ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি) [১][উত্তর দিন]


ভরতনাট্যম শুনেছি। এটার পক্ষে আছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৫০, ৯ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

ভরতনট্যম কথাটি ঠিক নয়। নট্য বলে সংস্কৃতে কোনও কথা হয় না। ওটি অবশ্যই নাট্য। তাই ভরতনাট্যমই বাঞ্ছনীয়। ভারতনাট্যমও ব্যকরণগতভাবে ভুল নয়। 'ভরত থেকে উদ্ভুত নাট্য' অর্থে এটি প্রযোজ্য হতে পারে; যে কারণে অর্জুনকে ভারত নামে অভিহিত করা হত। তবে সংস্কৃত উইকিতে ভরতনাট্যম ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির নিয়মেও যেহেতু তাই, তাই নিঃসন্দেহে পাতাটির নাম ভরতনাট্যম হোক।অর্ণব দত্ত ০৪:৩৮, ৯ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]