আলাপ:বিশ্ব রেকর্ডসমূহের তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দীর্ঘতম বর্ণমালা বলা হয়েছে জর্জিয়ান যার বর্ণ সংখ্যা ৪১। তাহলে ৫০টি বর্ণ নিয়ে বাংলা কোথায় গেল? দয়া করে বিষয়টি সম্বন্ধে ভাবুন। ইংরেজিটির আলাপ পাতায়ও আমি বার্তা রেখেছি। বিবেচনায় আনুন। -- মুহাম্মদ ০৭:০০, ২৫ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

যদিও আমি এই ব্যাপারে খুব একটা জানি না তবুও সভয়ে মন্তব্য করছি। এখানে (individual letters)-এর ব্যপারটার কোন তাৎপর্য থাকতে পারে। আর এখানে cambodian ভাষার কথা উল্লেখ রয়েছে যা Khmer language নামে পরিচিত।--রাজিবুল ১৬:১৫, ২৫ ডিসেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]