আলাপ:বিয়র্নস্টের্নে বিয়র্নসন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লেখকের নামের উচ্চারণটাতে মনে হয় জ এর বদলে ইয় হবে, তাই না? --রাগিব (আলাপ | অবদান) ০৩:২৭, ১২ নভেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

নোবেল বিজয়ী সাহিত্যিকদের সেরা গল্প বইটিতে লেখকদের ইংরেজি নামের উচ্চারণ গ্রহণ করা হয়েছে। তবে অবশ্যই ফরাসি উচ্চারণ গ্রহণ করা উচিত। তবে এই লেখকের নাম জ দিয়েই সুপরিচিত। আমি নিশ্চিত নই। জানলে সংশোধন করে দেবেন। তবে জ দিয়ে একটি redirect যেন যোগ করা হয়। মুহাম্মদ ০৩:৩১, ১২ নভেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

ইনি তো নরওয়েজীয় লেখক। ইনার নামের Bjorn তো সম্ভবতঃ বিয়র্ন উচ্চারণ হবে। আমি নিতান্তই অ-বিশেষজ্ঞ এই সব ব্যাপারে, তবে বিয়র্ন বর্গ এর নামের সাথে মিল পেলাম তাই মনে হচ্ছে। --রাগিব (আলাপ | অবদান) ০৩:৫৮, ১২ নভেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]