আলাপ:বারমুডা ট্রায়াঙ্গেল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এখানে আমি ইংরেজি উইকি থেকে সরাসরি অনুবাদ করেছি। সাধ্যমত চেষ্টা করেছি ভাবানুবাদ করার ,তবে মনে হচ্ছে খুব একটা সফল হইনি। কিছু কিছু সমস্যা থেকে গিয়েছে। যেমন-

  • ইংরেজি নামের বাংলা উচ্চারণের বানান গুলো কতটা ঠিক হল বুঝতে পারছি না, তবে প্রতিটির পাশে ইংরেজি বানান লিখে দিয়েছি, ভুল হলে দয়া করে ঠিক করে দেবেন।
  • কলম্বাসের লগবুক থেকে উদ্ধৃত অংশের বাংলা করা ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না তাই ইংরেজিতেই রেখেছি, এ বিষয়ে দয়া করে আপনাদের মতামত জানাবেন।
  • আমি ইংরেজি উইকি ছাড়া অন্য কোন রেফারেন্সের সাহায্য নিইনি, তবও ভেরিফিকেশনের সুবিধার্থে ইংরেজি উইকির সংশ্লিষ্ট নিবন্ধে ব্যবহৃত সকল লিংক এবং তথ্যসূত্র দিয়ে দিলাম। সমস্যা থাকলে জানাবেন।
  • শব্দার্থের জন্য বাংলা একাডেমীর ডিকশনরী ব্যবহার করেছি, তবে কিছু শব্দার্থ এখানে না পাওয়ার কারনে ইংরেজি উচ্চারণই লিখেছ (যেমন:continental shelves), আবার কিছু শব্দার্থ ডিকশনরীতে বর্ণনা আকারে দেওয়া থাকার কারনে ভাবানুবাদ করার চেষ্টা করেছি (Gulf of Mexico=মেক্সিকোর উপসাগর, Gulf Stream=গলফ স্ট্রিম, Freak waves=দৈত্যাকার ঢেউ)। তবে সব ক্ষেত্রেই মূল ইংরেজি শব্দ সাথে লিখে দিয়েছি। এটা কি ঠিক আছে? মতামত দিন।
  • ইংরেজি উইকির বারমুডা ট্রায়াঙ্গেল নিবন্ধের ওয়েবপেজের টেমপ্লেট এখানে কপি করার চেষ্টা করছি, কিন্তু প্রথমেই info template টা আসেনি। এছাড়া লিংক গুলোতে বেশ কিছু সমস্যা রয়েছে । এটু দেখবেন কি?

উইকিপেডিস্টদের সাথে যোগাযোগের উপায় জানাবেন কি? একা কাজ করতে করতে আমি ক্লান্ত।

আমার মনে হয় বাংলা উইকিতে কাজের পুরষ্কার হল সমালোচনা(গঠনমূলক অবশ্যই)। আমি মনে প্রাণে সেটিই আশা করছি। ধন্যবাদ --Faysal ১১:১৭, ১৯ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

লিংক গুলোর সমস্যা পরে ঠিক করা যাবে। আপনি লিখতে থাকুন।অনুবাদের ব্যাপারটাও ঠিক আছে। আপনি উইকিপিডিয়ানদের সঙ্গে আলাপ করতে চাইলে, তার আলাপ পাতায় বা নিজের আলাপ পাতায় করেতে পারেন। যেমন আমার আলাপ পাতায় আপনি কোনো প্রশ্ন রাখতে পারেন।ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১১:৩৮, ১৯ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

অনেক ইংরেজি শব্দের বাংলা অনুবাদ করা যেত ও বানানেরও কিছু ভুল আছে। তবে এগুলি ছোটখাট ব্যাপার। এত লিখেছেন, এটাই বড় ব্যাপার। আমি চেষ্টা করব অনুবাদ ও বানান ভুলগুলি শুদ্ধ করার। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:৩০, ১৯ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

চমৎকার লেখা হয়েছে। চালিয়ে যান। আশা করবো নিবন্ধটি শেষ করতে পারবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৩৯, ১৯ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

আমি অন্য একটি ইউজার নেম নিয়েও কাজ করি, সেখান থেকে রাগিব ভাইয়ের আলাপ পাতায় লিখেছিলাম। কিন্তু কোন উত্তর আজও পাইনি। তাই যোগাযোগের উপায় জানতে চেয়েছিলাম।

আমি এই নিবন্ধে বারমুডা ট্রায়াঙ্গেল বিষয়ে বিভিন্ন বইয়ের নাম বাংলায় অনুবাদের চেষ্টা করেছি, যেমন- “প্রাণঘাতী বারমুডা ট্রায়াঙ্গেল”( The Deadly Bermuda Triangle), কাজটা কি ঠিক হয়েছে?

আমার এবং আরও অনেকেরই একটি সমস্যা হল উইকি বাংলার ফন্ট সমস্যা । এখানে Vrinda ফন্টে লিখা দেখা যায়। কিন্তু এ ফন্টে লিখা দেখা খুব সমস্যা (খুব ছোট এবং এত বাঁকাতোড়া যে এক নজরে দেখলে বাংলা বলে মনেই হয় না।)। আরও তো অনেক ওপেনসোর্স ফন্ট রয়েছে, যেগুলোর বাংলা খুব সুন্দর(প্রমিত) যেমন- সোলায়মান লিপি(SolaimanLipi_20-04-07) সেগুলো ব্যাবহার করা হয়না কেন? আমি ব্রাউজারের ফন্ট চেঞ্জ করে দেখেছি, কাজ হয়নি(শুধু উইকি বাংলা তেই, সামহয়ার ইন ব্লগ আমি স্পস্ট দেখতে পাই)। এ সমস্যার কারনেই অনেকে উইকি বাংলায় তে আসে না। এর সমাধান কি?

--Faysal ০৯:৫৩, ২৫ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা ফন্ট ব্যবহার নিয়ে আপনার যে সমস্যা হচ্ছে, তা আর কারও তো হচ্ছে বলে মনে হয় না। আমি ফায়ারফক্স ২ ও ৩ দুটাতেই ইচ্ছামত বাংলা ফন্ট সিলেক্ট করতে পেরেছি, যেকোন সাইটের জন্য। সামহোয়্যার ইনে হয়, উইকিতে হয় না, এরকম কোন ব্যাপার দেখিনি। ইন্টারনেট এক্সপ্লোরার বহুদিন যাবৎ ব্যবহার করি না, তাই সেখানকার ফন্ট সমস্যা সম্পর্কে বলতে পারব না। উইকিপিডিয়া সাইট কোন নির্দিষ্ট বাংলা ফন্ট প্রেফার করে না। ফন্ট আপনার নিজস্ব অপারেটিং সিস্টেমের ব্যাপার; আপনি যে ফন্টে ব্রাউজার সেট করবেন, সেই ফন্টেই দেখাবে। আপনাকে আরেকটু ঘাঁটাঘাঁটি করতে হবে। আমার কম্পিউটারে কোন সমস্যা হয় নি এবং এখানকার নিয়মিত অবদানকারীদেরও সম্ভবত হয়নি, নইলে তারা হয়ত বলতেন। যাই হোক, ব্যাপারটা জানা থাকল। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:০৮, ২৫ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

IE তে tools>internet option>general>fonts এ Language Script এ Bengali নির্বাচন করে web page font এ SolaimanLipi নির্বাচন করে OK দিলেইওয়েবসাইটের ফন্ট পরিবর্তন হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:২৩, ২৬ জানুয়ারি ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]