আলাপ:বামিয়ানের বুদ্ধমূর্তি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই পাতাটি আমি সবেমাত্র আরম্ভ করেছি। কিন্তু এর সাথে উইকি কমন্স থেকে একটি চিত্র দেওয়ার প্রয়োজনিয়তা অনুভব করা সত্ত্বেও চিত্রটি দেখছি এখনও আসেনি। কেউ সাহায্য করলে কৃতজ্ঞ বোধ করবো। --Arindam Maitra (আলাপ) ০৪:৫৪, ১৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Arindam Maitra: ঠিক করা হয়েছে——তাওহীদ ০৭:৩৪, ১৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আমি এই পাতায় একটি টেমপ্লেট যোগ করার চেষ্টা করেছি। কিন্তু দেখছি সেটি আসেনি। কেউ সাহায্য করলে কৃতজ্ঞ বোধ করবো।--Arindam Maitra (আলাপ) ১৮:২৮, ২১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Arindam Maitra: ঠিক করা হয়েছে, ঠিক করেছি তবে টেমপ্লেটটা এখনো বাংলা করা হয়নি। সময় করে করে দেবো। আপাতত কাজ করতে থাকেন। চমৎকার কাজ করছেন, শুভেচ্ছা রইল।--আলী হায়দার খান (তন্ময়) (আলাপ) ১৯:০৬, ২১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Ali Haidar Khan: অসংখ্য ধন্যবাদ। অপেক্ষায় থাকলাম টেমপ্লেটটি বাংলায় পাওয়ার জন্য। তবে একটা জিজ্ঞাস্য। আগের ছবিটা পরিবর্তন করলেন কেন? বর্তমান ছবিটির থেকে ১৯৬৩ সালে তোলা ঐ ছবিটি অনেক বেশি পূর্ণাঙ্গ ছিল বলে আমার মনে হয়েছে।--Arindam Maitra (আলাপ) ০৩:০৫, ২২ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
অরিন্দম মৈত্র, টেমপ্লেটটি বাংলা  করা হয়েছে, নীচে একটি Navbox টেমপ্লেটও তৈরী  করা হয়েছে। অসাধারণ কাজ হছে। দারুণ, চালিয়ে যান। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:৪৬, ২২ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Arindam Maitra:, আপনার দেয়া ছবিটি আবার যোগ করে দিয়েছি। আসলে রাতে ঘুমাতে যাবার আগে তাড়াহুড়ায় করেছিতো, তখন শুধু টেমপ্লেটটাই খেয়াল করেছি। আপনার করা নিবন্ধটি খুব ভাল হয়েছে, অভিনন্দন! টেমপ্লেটের অনুবাদ করে দেবার জন্য বোধিসত্ত্বকে ধন্যবাদ। --আলী হায়দার খান (তন্ময়) (আলাপ) ১৬:২৪, ২২ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটি সম্পূর্ণ করার জন্য অভিনন্দন[সম্পাদনা]

বোধিসত্ত্ব, দেখলাম। খুব সুন্দর কাজ করেছ। আমি হাত দেওয়ার সময় পাচ্ছিলাম না। নিবন্ধটিও তাই দীর্ঘকাল অসম্পূর্ণ অবস্থায় পড়েছিল। মোটামুটি সম্পূর্ণ করে দিয়েছ। হার্দিক অভিনন্দন। অবশ্য মধ্যযুগ থেকে আধুনিকযুগে আসার জায়গাটিতে আরো কিছু লেখার জায়গা রয়ে গেছে। কিন্তু সেটা পরেও পূরণ করা যাবে। --Arindam Maitra (আলাপ) ১৮:৪৪, ১৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]