আলাপ:বাতিঘর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুপ্রিয় Salahaddin-al-ayyubi,

একটি সুন্দর নিবন্ধ সূচনা করেছেন। সাহায্য হিসেবে আমি সামান্য কিছু সম্পাদনা করে দিলাম। নিবন্ধটি নিয়ে আরও অগ্রসর হবেন, এই আশা নিয়ে তাকিয়ে রইলাম। আর একটি পরামর্শ। বাংলা নিবন্ধে রোমান (ইংরেজি) হরফ যত কম ব্যবহার করা যায় তত ভালো। কোনও শব্দ বাংলায় অনুবাদ একান্ত অসম্ভব বা অনুচিত মনে করলেও সেগুলির বাংলা লিপ্যান্তর তো চলতেই পারে। যেমন Great Pyramid of Giza তো বাংলায় গিজার পিরামিড নামে যথেষ্টই পরিচিত। এমনকী গিজার মহা পিরামিড নামে বাংলা উইকিপিডিয়াতে একটি পাতাও রয়েছে। (যদিও সেই নিবন্ধটি খুবই অসম্পূর্ণ, উন্নতির প্রভূত সুযোগ রয়েছে।)

বাংলা উইকি আপনার কলমের কাছে অনেক প্রত্যাশা রাখে। শুভেচ্ছা জানবেন। --Arindam Maitra (আলাপ) ১৬:১৩, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

অনেক অনেক ধন্যবাদ আপনাকে[সম্পাদনা]

সুন্দর পরামর্শের জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি সবে শুরু করছি। বলতে পারেন শিখছি। আশা করি সামনে একই ভুল হবেনা। দয়া করে সাথেই থাকুন এমন সব পরামর্শ নিয়ে। ধন্যবাদ। সালাহ্‌ আদ-দীন (আলাপ) ০২:০৩, ১৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]