আলাপ:বাংলা চলচ্চিত্র

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টেম্পলেট[সম্পাদনা]

ব্যবহৃত টেমপ্লেটটি আসলে "ভারতের বাংলা চলচ্চিত্র"-কে নির্দেশ করছে। কাজেই টেম্পলেটের শিরোনাম সেভাবে পালটে দেয়া যায়। দুই বাংলার চলচ্চিত্রকে এক টেম্পলেটে ধরা কঠিন, তাই সেগুলো আলাদা থাকাই ভালো। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৩১, ১০ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

আমিও একমত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৪২, ১০ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলা চলচ্চিত্র(ভারত) বা টলিউড করা যেতে পারে।--জয়ন্ত ০৮:৫৭, ১০ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]
ভারতীয় বাংলা চলচ্চিত্রবাংলাদেশী চলচ্চিত্র নামে দুটি আলাদা ভাগ করা যেতে পারে। -- মুহাম্মদ ০৯:৫৮, ১০ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]
মুহাম্মদের প্রস্তাবটি পরিষ্কার। তবে একটা common templateও রাখা ভাল 'বাংলা চলচ্চিত্র' বলে। সেখানে বাংলা ভাষায় নির্মিত সব ছবির entry থাকবে। আর ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিগুলি নিয়ে কি করা যেতে পারে বলে সদস্যরা মনে করেন?অর্ণব দত্ত ১১:৪৮, ১০ সেপ্টেম্বর ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]