আলাপ:বাংলা একাডেমির মহাপরিচালক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম পরিবর্তন[সম্পাদনা]

@Nabil নাবিল ভাই, নিবন্ধের নাম বাংলা একাডেমির মহাপরিচালকের তালিকা করে দিন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০২:৩০, ২৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Prodipto Deloar আগের শিরোনাম সরল ও সহজ ছিল। তালিকা থাকলেই সেটা শিরোনামে থাকতে হবে এমন নিয়ম জানামতে নেই। ইংরেজি উইকিতে বহু নির্বাচিত তালিকার শিরোনামে 'তালিকা' বা 'List' শব্দটা নেই। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ০৩:২২, ২৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
নাম পরিবর্তন করে ভুল নাম দেয়া কি ঠিক হলো? তালিকা কি একজনের হয়? তালিকা মাত্রই একাধিকজনের বা বহুজনের। বাংলা একাডেমির মহাপরিচালকের তালিকা ব্যাকরণগতভাবে ভুল। বাংলা একাডেমির মহাপরিচালকদের তালিকা ব্যাকরণগতভাবে সঠিক। নিবন্ধের শিরোনামে ভুল লেখা ঠিক না। — Faizul Latif Chowdhury (আলাপ) ০৩:৩৭, ২৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Faizul Latif Chowdhury, @FaysaLBinDaruL ভাইয়েরা, বাংলা একাডেমির মহাপরিচালক বিষয়টি একটি পদ বা মর্যাদা, যার বিশ্বকোষীয় উল্লেখযোগ্যতা নেই। এই নিবন্ধটা উইকিতে স্থান পেয়েছে তালিকার কারণে। এখন ফয়সাল ভাইয়ের কথা অনুযায়ী নিবন্ধটা তালিকার হলেও তালিকা শব্দটি না দিলেও হবে। উত্তরঃ আসলে বাংলা উইকিতে এমন একটা নিবন্ধও দেখাতে পারবেন না। তালিকার নিবন্ধে তালিকা শব্দটি দেওয়া উচিত। আর ফয়জুল লতিফ চৌধুরী ভাইয়ের কথা অনুযায়ী এটা ব্যকরণগত ভুল! হ্যা কথাটা ঠিক। উত্তরঃ তবে বাংলা উইকিতে দেখবেন, তালিকা নিবন্ধগুলোতে বহুবচন শব্দ বাদ দেওয়া হয়েছে। যেমনঃ বাংলাদেশের বিদ্যালয়ের তালিকা, বাংলাদেশের কলেজের তালিকা, বাংলাদেশের পোস্ট কোডের তালিকা। এরকম শত শত নিবন্ধে এই কাজ আলোচনা করে করা হয়েছে, আপনি পুনর্নির্দেশে গিয়ে দেখুন, বহুবচন শব্দগুলো পুনর্নির্দেশ করা আছে, এইজন্য আমি উইকিপিডিয়ার সাধারণনীতি অনুসরণ করেছি। কিন্তু নিবন্ধটা তালিকার জন্য উল্লেখযোগ্য, এইজন্য তালিকা শব্দটি থাকা বাঞ্ছনীয়। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৭:০৩, ২৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@Prodipto Deloar
"আসলে বাংলা উইকিতে এমন একটা নিবন্ধও দেখাতে পারবেন না।" - আপনার জন্য বাংলা উইকিপিডিয়ায় 'তালিকা' শব্দটি শিরোনামে নেই, এমন দুটি উদাহরণ দিচ্ছি, দেখে নিন। ১. সত্যজিৎ রায়ের চলচ্চিত্র (ইংরেজি) ২.ডাব্লিউসিডাব্লিউ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (ইংরেজি)। বলা বাহুল্য তালিকা দুইটির ইংরেজি ভুক্তি নির্বাচিত তালিকা হিসেবে উত্তীর্ণ। উদাহরণগুলি উপস্থাপনের উদ্দেশ্য যুক্তিখন্ডন নয়, বরং এব্যাপারে আপনার ধারণা আর পরিষ্কার হতে সাহায্য করা। শুভকামনা :) ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৬:৫৩, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@FaysaLBinDaruL আপনার উদাহরণ দুটি কিন্তু এই নিবন্ধের সাথে সম্পূর্ণ যায়না। ওখানে তালিকাটা গৌণ বিষয় ছিলো, এইজন্য তালিকা নাম দেওয়া হয়নি। আর সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিবন্ধটা উল্লেখযোগ্য। বর্তমানে নিবন্ধটা বর্ধিত করা হয়েছে নামের সাথে মিল করে, সেটা ঠিক আছে। আমি প্রথম থেকেই বলে আসছি (উপরেও বলেছি) বাংলা একাডেমির মহাপরিচালক শিরোনামে নিবন্ধটা উল্লেখযোগ্য নয়, নিবন্ধেও কিন্তু পর্যাপ্ত তথ্যসূত্র ব্যবহার করা হয়নি। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৭:১৩, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

শিরোনাম অনুযায়ী কাঠামো[সম্পাদনা]

বাংলা একাডেমির মহাপরিচালক এই শিরোনাম অনুযায়ী নিবন্ধের কাঠামো পুনর্বিন্যাস করা হলো। কোনো সমস্যা? — Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:১৯, ২৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Faizul Latif Chowdhury অনেক অনেক ধন্যবাদ। বোঝা যাচ্ছে, আপনি আইনটা ভাল মত নিরীক্ষা করেছেন। এবার যুতসই হয়েছে। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৬:০৮, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]