আলাপ:বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ক বইয়ের তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সমস্যা[সম্পাদনা]

মুক্তিযুদ্ধের বইয়ের তালিকা আগেরটাই কি ভালো ছিল না? ঐটাতে প্রকাশনা সংস্থার নাম সহ দেয়া ছিল,যাতে করে পাঠকরা প্রয়োজনে দরকারি বইটি সহজে কিনতে পারেন। লেখকদের নামানুসারে বিভাগ করাটা মোটেও ভালো হয়নি। মুক্তিযুদ্ধের বিষয় ভিত্তিকা সিরিয়ালটাই ভালো ছিল।--তানভী (talk) ১২:৩৩, ২৪ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভী[উত্তর দিন]

ও আচ্ছা সরি। আমি যে তালিকার কথা বলেছিলাম ঐটা মুক্তিযুদ্ধের বই শিরোনামে আলাদা আছে। আমার মতে ঐটা এটার তুলোনায় ভালো ও সুবিধাজনক। এটাতে যেসকল বইয়ের নাম বেশি আছে সেগুলো ঐটাতে তুলে দেয়া যেতে পারে। আর এটাকে ঐটাতে রিডিরেক্ট করা যেতে পারে। প্রকাশনীর নাম থাকাটা অবশ্যই জরুরি।--তানভী (talk) ১২:৩৩, ২৪ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভী[উত্তর দিন]

আমার মনে হয় লেখক ভিত্তিক-ই ঠিক আছে। কারণ প্রকাশনা সংস্থা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান একেবারে নিবন্ধ সংশ্লিষ্ট না হলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ভিত্তিকতা থাকা উচিত নয়। তাছাড়া মানুষের মাথায় থাকে অমুক লেখকের বই, অমুক প্রকাশনার বই নয়। প্রকাশনার নাম অবশ্য দেওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের বই নিবন্ধটি আমার মতে এই নিবন্ধের সাথে একীকরণ করা উচিত। — তানভির আলাপ অবদান ১২:৩৭, ২৪ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

পুনর্বিন্যাস[সম্পাদনা]

আপাতত এটুকু করলাম। এটুকু থাক। অনেক গ্যাপ রয়ে যাচ্ছে। আজকে কালকে আরো কাজ করব।কালকের মধ্যে আশা করি ফিনিশিং দেব। তবে প্রকাশ কালটা বেশি সমস্যা করছে। যাই হোক, ছক বিন্যাস কিরকম হল,আরও কিকি করা যেতে পারে বলবেন।--তানভী (talk) ১০:৩০, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভী[উত্তর দিন]

বইয়ের নামগুলো ইটালিক্সে হবে। উইকিপিডিয়ায় বই, ও চলচ্চিত্রের নাম ইটালিক্সে লেখা হয়। মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস না হয়ে শুধু "ইতিহাসমূলক" লেখা যায় না? — তানভির আলাপ অবদান ১১:০২, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
শুধু ইতিহাস তো একটা আলাদা অংশ রেখেছি। যেগুলোতে অঞ্চল ভিত্তিক ঘটনা সংগ্রহ করা হয়েছে সেগুলোকে আলাদা রাখলে ভালো দেখায় বলে মনে হলো তাই আলাদা করলাম। কারণ অঞ্চল্ভিত্তিক গবেষণা বই কিন্তু আরো অনেক আছে। আর নাম গুলো ইটালিক করে দেব।--তানভী (talk) ১৭:১৩, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভী[উত্তর দিন]
অঞ্চলভিত্তিক ইতিহাসের মতো কোনো ক্রাইটেরিয়া শুনিনি তো তাই বলেছিলুম। ঠিক আছে। আধিক্যের কারণে যদি আলাদা করতে হয়, তবে আপাতত তাই হোক। — তানভির আলাপ অবদান ১৭:১৭, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

একীকরণ ও পুনর্বিন্যাস সমাপ্ত[সম্পাদনা]

কাজ শেষ হয়েছে মোটামুটি। ভিতরের গুলার কাজ শেষ। বাইরে ক্যটালগ থেকে আরো একগাদা নাম ঢুকানো বাকি। যেগুলোর প্রকাশনার নাম পাইনি সেগুলো আপাতত দেইনি,এরকম গুলো দিলে লিস্ট আরো অনেক বড় হবে,ওগুলো দেব কিনা বুঝছি না। মুক্তিযুদ্ধের বইকে এটাতে রিডিরেক্ট করে দিলাম। দেখে নিন।--তানভী (talk) ২০:৩৬, ২৮ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভী[উত্তর দিন]

যেগুলোর তথ্য সম্পূর্ণ পাওয়া যায়নি তাও দিয়ে দিন। অন্য কারও কাছে তা থাকতে পারে। নাম আর লেখকের নাম দিয়ে বাকী তথ্যের জন্য ব্লগ, ফেইসবুক/টুইটারে আহ্ববান করতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:২১, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

কোনো ভাষায় লেখা[সম্পাদনা]

বইয়ের তথ্যের মধ্যে বইটি কোন ভাষায় লেখা তা একটি গুরুত্বপূর্ণ তথ্য। তাই সবগুলো ছকে ভাষা নামে একটি নতুন কলাম যোগ করার অনুরোধ করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৩০, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা আর ইংরেজী ছাড়া তো আর কোন ভাষায় মুক্তিযুদ্ধের বই লেখা হয়েছে বলে জানা নেই। আর ইংরেজী গুলোর তো নাম ইংরেজীতেই আছে, যেগুলো বাংলা অনুবাদ করা হয়েছে সেগুলোর অনুবাদকের নাম ও প্রকাশনার নাম জুড়ে দিয়েছি।তবে কয়েকটার অনুবাদ থাকা সত্ত্বেও অনুবাদকের নাম আর প্রকাশনার নাম না জানায় দিতে পারিনি। আর যদি অন্য কোন ভাষায় কোন বই থেকে থাকে তবে তাদের সংখ্যা নগন্য হবে, তাই তাদের নামের সাথেই বন্ধনীতে তাদের ভাষা উল্লেখ করা যেতে পারে। তাই আর ভাষার কলাম তৈরি করছিনা আপাতত।--তানভী (talk) ০৫:২৫, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভী[উত্তর দিন]

সমাপ্ত[সম্পাদনা]

উফফ আপাতত আমার ঝামেলা শেষ। যত দূর সম্ভব করলাম। আমার কাছে যত ক্যটালগ আছে সবগুলো থেকে মোটামুটি অনেকগুলো নতুন বইয়ের নাম দিলাম। তথ্যসুত্র দিলাম। আর কিছু করতে হবে কিনা দেখে দেন।--তানভী (talk) ১৫:০৫, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভী[উত্তর দিন]

ভাই তানভী, ক্যাটালগ লিস্ট থেকে ইমেইল আর ফোন নাম্বার বাদ দেওয়ার অনুরোধ। এধরনের তথ্য উইকিপিডিয়ায় রাখা হয় না। শুধু প্রকাশনার নাম ও ওয়েবসাইট ইউআরএল-ই যথেষ্ট। — তানভির আলাপ অবদান ১৫:১৬, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]
বাদ দিলাম।--তানভী (talk) ১৫:৫৭, ২৯ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি) তানভী[উত্তর দিন]

সম্পাদনার অনুরোধ, ১৮ মার্চ ২০২১[সম্পাদনা]

কামরুল হাসান বাদল, ‘যুদ্ধাপরাধীদের বিচার কেন চাই’, ২০১০, চট্টগ্রাম : বাতিঘর। বিশ্বজিৎ চৌধুরী, ‘মুক্তিযুদ্ধ যুদ্ধাপরাধ ও অন্যান্য প্রসঙ্গ’, ২০১১, চট্টগ্রাম : শৈলী প্রকাশন। ফরিদ আহমেদ, ‘যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর বিচারঃ রায়ের পূর্ণ বিবরণ’, ২০১৫, ঢাকা  : পাললিক সৌরভ। কালাম আজাদ, ভাষা আন্দোলনে কক্সবাজার, ২০১৫, চট্টগ্রাম : তৃতীয় চোখ। কালাম আজাদ, ‘রাজাকারনামা’, ফেব্রুয়ারি ২০১৬, ঢাকা : বর্ণচাষ। হোসাইন আনোয়ার, ‘যুদ্ধাপরাধীর বিচার ও সমকালিন ভাবনা,’ ২০১৮, চট্টগ্রাম : শৈলী প্রকাশন প্রিয়জিৎ দেবসরকার, ‘পশ্চিম পাকিস্তানের শেষ রাজা’ (রইসুল হক বাহার অনুদিত), ২০১৮, চট্টগ্রাম : বাতিঘর কালাম আজাদ, কক্সবাজারে বঙ্গবন্ধু, ২০২০, ঢাকা : বর্ণচাষ। কালাম আজাদ, মুক্তিযুদ্ধে আরাকানে বাঙালি শরণার্থী, ২০২১, চট্টগ্রাম : তৃতীয় চোখ। 42.0.6.247 (আলাপ) ০৫:০০, ১৮ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বিস্তারিত তথ্যসহ উল্লেখ করুন। যেমন, আইএসবিএন নাম্বার, প্রকাশক, প্রকাশনার সময়কাল —শাকিল হোসেন আলাপ ১৮:২৬, ৮ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনার অনুরোধ, ২১ অক্টোবর ২০২১[সম্পাদনা]

বাবা । রিয়াজ ফাহমী । চন্দ্রভুক প্রকাশন । জুন ২০২০ । আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৪-৮১৭৫-৭ WK Content (আলাপ) ১৩:২৬, ২১ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়নি। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫৩, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]