আলাপ:বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ধর্ষণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বীরাঙ্গনা শিরোনাম[সম্পাদনা]

বীরাঙ্গনা শিরোনামটিতে বিভ্রান্তির অবকাশ রয়েছে। বীরাঙ্গনা সাধারণ অর্থে ব্যবহৃত বিশেষণ। যে কোন বীর নারীকেই বীরাঙ্গনা বলা হয়ে থাকে। যেমন বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা ইত্যাদি। আগের দেওয়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ধর্ষণ নামটি বেশি গ্রহণযোগ্য ও সঠিক বলে মনে হয়। - বোধিসত্ত্ব (আলাপ) ২১:৪৫, ২৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধটি যখন সাম্প্রতিক পরিবর্তনের নতুন নিবন্ধের তালিকায় দিয়েছিলাম তখন, নামটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ধর্ষণ নামেই দিয়েছিলাম। হয়ত সেনসিটিভ ইস্যু এবং আবেগ দুটি মিলিয়ে এমন হয়েছে। যাইহোক, আগের নামে আমিও ফেরত যাওয়ার পক্ষে, যেহেতু বিশ্বকোষ সুতরাং শিরোনাম দিয়ে শুধু বাংলাদেশকে বুঝালে চলবে না।--যুদ্ধমন্ত্রী আলাপ ২২:০৭, ২৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
এবং কেউ চাইলে বীরাঙ্গনা নামে নতুন নিবন্ধ তৈরি করলে আপত্তি নেই।--যুদ্ধমন্ত্রী আলাপ ২২:০৮, ২৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

এই নিবন্ধটির ইংরেজি সংস্করণটি ভুলভাবে সম্পাদনা করা হয়েছে[সম্পাদনা]

নিবন্ধটির একটি ইংরেজি সংস্করণ রয়েছে, যা সাম্প্রতিক সময়ে বেশ কিছু ডানপন্থী ভারতীয় সম্পাদক দ্বারা ভুলভাবে সম্পাদনা করা হয়েছে। আরো নাগালের জন্য এখানে এই নির্বাণ. Wiki.arfazhxss (আলাপ) ১৪:১১, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]