আলাপ:বলবিজ্ঞান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

-বিদ্যার পরিবর্তে -বিজ্ঞান[সম্পাদনা]

বিংশ শতাব্দীর শেষে এসে ইংরেজিতে -ics বা -logy প্রত্যয় দিয়ে শেষ হওয়া বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম বাংলাতে "-বিদ্যা"-র পরিবর্তে "-বিজ্ঞান" ব্যবহার করার চল শুরু হয়েছে। যেমন পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, ইত্যাদি। এই ধারাবাহিকতায় পারিভাষিক সমতা বা সামঞ্জস্য বিধানের জন্য বলবিদ্যার পরিবর্তে "বলবিজ্ঞান" লেখাই শ্রেয় বলে মনে করছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:২২, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]