আলাপ:বঙ্গবন্ধু গোল্ডকাপ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই নিবন্ধের নাম 'বঙ্গবন্ধু কাপ থেকে বঙ্গবন্ধু গোল্ড কাপ নামে পুনঃনামকরণ দরকার। বাফুফের ওয়েব সাইট, কিংবা এই চিত্র বা ফিকশ্চার, এমনকি এই বাংলা প্রমো ভিডিও দেখুন, সব জায়গায় প্রতিযোগিতার নামের সাথে গোল্ড কথাটি লেখা আছে (উল্লেখ্য: যদি স্পন্সরজনিত কারণে এই প্রতিযোগিতার নামের সাথে গোল্ড কথাটি যোগ করা হত তাহলে আমি নাম নিয়ে আপত্তি জানাতাম না) --আফতাব (আলাপ) ১৪:৫৩, ২৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আফতাব, আলোচ্য নিবন্ধের নাম বিষয়ে অগ্রসর হবার জন্যে। প্রদত্ত সবগুলো লিঙ্কই ২০১৫ সালের বঙ্গবন্ধু কাপকে ঘিরে। কিন্তু গুগল সার্চে পূর্বেকার অর্থাৎ, ১৯৯৬ ও ১৯৯৯ সালের প্রতিযোগিতাগুলোর লিঙ্কের প্রায় সবগুলোতেই `বঙ্গবন্ধু কাপ' শব্দগুচ্ছ রয়েছে। প্রস্তাবনা:
- Suvray ১৫:৪৫, ২৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

--আফতাব (আলাপ) ১৬:১৭, ২৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]