আলাপ:পাঞ্চ কার্ড

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরিচিতি অংশ ঠিক করার আহ্বান[সম্পাদনা]

নিবন্ধটির প্রাথমিক অংশ অনেকটা এটিএম কার্ড ঘরানার। যেহেতু পাঞ্চ কার্ড বলতে মূলত এমন কার্ডকে বোঝানো হচ্ছে, যাতে বৈদ্যুতিক বা চৌম্বকক্ষেত্রের ব্যবহারে তথ্য সংরক্ষণ করা হয়, তাই এই নিবন্ধের পরিচিতিতে সেরকমভাবে শুরু করা উচিত। তারপর এর ব্যবহার অংশে এটিএম কার্ড, ভোটিং মেশিন কার্ড ইত্যাদির বর্ণনা থাকতে পারে। ঐক্যমত্য হলে এভাবে অগ্রসর হবার অনুরোধ থাকলো নিবন্ধপ্রণেতার প্রতি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৪০, ৭ এপ্রিল ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

আমার মনে হয় নিবন্ধপ্রণেতাকে পরামর্শ দেওয়ার চেয়ে যেমনটা হওয়া উচিত তা করে সম্পাদনা করা উচিত। নতুনরা বেশিরভাগ সময়েই উইকিপিডিয়ার সাধারণ বিষয়গুলো ধরতে পারে না। অভিজ্ঞ কেউ নিবন্ধ সম্পাদনা করলে তা নতুন নিবন্ধপ্রণেতার জন্য নির্দেশনা হিসেবে কাজ করে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৪, ৭ এপ্রিল ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
বেলায়েত ভাই, আমিও আপনার মতাদর্শী। আমি তা-ই করে দিতাম, কিন্তু একটু সন্দিঘ্ন ছিলাম, আমি যেভাবে ভাবছি, পাঞ্চ কার্ড কি আসলেই তা। তাই আসলে আলাপ পাতায় লেখা, যাতে সঠিক পথে নিবন্ধটা এগোয়। যদি আমার বুঝ সত্যি হয়, তাহলে অবশ্যই আমিই করে দিবো, ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৫৬, ৭ এপ্রিল ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধটিতে ইংরেজি নিবন্ধে ইন্টারউইকি লিংক যুক্ত করা হয়েছে। প্রয়োজনে ঐ নিবন্ধ থেকে আপনি ধারণা নিতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪৯, ৮ এপ্রিল ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]