আলাপ:নীল বিদ্রোহ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিদ্রেহের প্রকৃতি[সম্পাদনা]

যাদবপুর বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড.চিত্তব্রত পালিত নীল বিদ্রোহকে বাঙালি জমিদার দের সাথে নীল করদের সংঘাত বলেছেন । তার মতে , গ্রাম বাংলায় নীলকরদের আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ায় বাঙালি জমিদার দের স্বার্থে আঘাত লাগে এবং তাদের নির্দেশেই কৃষকরা নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম এ অবতীর্ণ হয় । বলা বাহুল্য , এই মত অধিকাংশ পণ্ডিত অগ্রাহ্য করেছেন । আসলে এই বিদ্রোহ হলো প্রকৃত গণ আন্দোলন। বাংলার ছোটোলাট পিটার গ্রান্ট একে "লক্ষ লক্ষ লোকের তীব্র অসন্তোষের বহিঃপ্রকাশ"বলেছেন । ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্র এর মতে ,"এই বিদ্রোহ স্থানিক বা সাময়িক নয় ,উহার নিমিত্ত যে কত গ্রাম্য বীর ও নেতাদের উদয় হয়েছিল ইতিহাসের পাতায় তাদের নাম নাই ।" Calcutta review লিখেছে ,"এটা একটা বিদ্রোহ —সমগ্র দেশই এতে যোগ দিয়েছে "। Tojo sk (আলাপ) ১৫:০২, ১১ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]