আলাপ:নাট্যকলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

মঞ্চ = stage মঞ্চনাটক = থিয়েটার

অন্তত এখানে এই পাতাটা এই অর্থেই লেখা। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৩৫, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

এটা ঠিক যে "মঞ্চ" হবে না (স্টেজ = মঞ্চ দেখে মনে পড়লো)। ডিকশনারি ঘেঁটে পেলাম, দুটো অর্থ, অভিনয়-মঞ্চ, ও নাট্যশালা। তবে নাট্যশালা থেকে মঞ্চ নাটক-ই বেশি প্রাঞ্জল। কারও দ্বিমত না থাকলে মঞ্চ নাটক-এ সরিয়ে দেবো। কিন্তু একটি বাড়তি প্রশ্নও এসেছে, মঞ্চ নাটক কী সমাসবদ্ধ পদ? তা না হলে আলাদা দুটো শব্দ আকারে থাকবে। এ ব্যাপারটার সুরাহা হওয়া প্রয়োজন। — তানভিরআলাপ১৭:৫১, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

সঙ্গীতধর্মী মঞ্চ = গীতিনাট্য --রাগিব (আলাপ | অবদান) ১৮:০১, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

গীতিনাট্যের ইংরেজি যতোদূর জানি Opera। — তানভিরআলাপ১৮:০৩, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]


আরেকটা ব্যাপার হলো, "থিয়েটার" শব্দটা দুইটা জিনিষ বোঝাতে পারে -

  • নাট্যশালা = যেখানে নাটক হয় সেই প্রেক্ষাগৃহ / মিলনায়তন
  • মঞ্চনাটক = নাটকের একটি শাখা যা দর্শকের সামনে মঞ্চে অভিনীত হয়

এই নিবন্ধটির মূল বিষয় কিন্তু নাটকের শাখাটি। কাজেই থিয়েটারের একটা অর্থ মঞ্চ বা নাট্যশালা হলেও এখানে সেই অর্থ না নিয়ে মঞ্চনাটক হিসাবেই নেয়া দরকার।

সমাসবদ্ধ পদ কি না, তা অবশ্য জানি না। --রাগিব (আলাপ | অবদান) ১৮:০৬, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]


নিবন্ধের 'মঞ্চ' শব্দের ব্যবহার নিয়েই বলতে চাইছিলাম। এই নিবন্ধ অনুযায়ী থিয়েটারের সঠিক বাংলা প্রতিশব্দ খুব সম্ভবত 'মঞ্চ' সঠিক হয়না। 'মঞ্চ' একটি প্ল্যাটফর্ম আর এই নিবন্ধে থিয়েটার বলতে বুঝিয়েছে (খুব সম্ভবত; আমি নিশ্চিত নই) একটি সামগ্রিক পরিবেশনা, যার মধ্যে স্টেজ তো অবশ্যই, শিল্পী, পরিচালক, তাদের পরিবেশনাসহ সংশ্লিষ্ট সবকিছুই পড়ে। আর মঞ্চনাটককেও বোধহয় থিয়েটার বললে খুব সঠিক হবেনা (যদিও এটাকেই আমার কাছে প্রচলিত শব্দগুলির মধ্যে সবচেয়ে সঠিক মনে হচ্ছে), কারণ এই নিবন্ধে দেখুন, নাটককে থিয়েটারের একটি শাখা (যদিও মূল শাখা) হিসেবে বিবেচনা করা হয়েছে।থিয়েটার বলতে বুঝিয়েছে সাধারণভাবে দর্শকের সামনে যেকোনো পরিবেশনা, মানে এর সঠিক সংজ্ঞার আওতা হয়তো অনেক বড়। তাই কিছু কিছু লাইনে থিয়েটারের পরিবর্তে 'মঞ্চ' শব্দটা যথার্থ হচ্ছে না বলে আমার ধারণা। যাইহোক আমি নতুন যোগ করা প্যারাতে থিয়েটার এর পরিবর্তে 'মঞ্চ'ই ব্যবহার করেছি। মঞ্চনাটক সমাসবদ্ধ কিনা জানিনা তবে শব্দ দুইটা একসাথেই হবে মনে হয়, ডিকশনারিতেও 'মঞ্চনির্দেশনা' , 'মঞ্চশিল্পী' ...এরকম একসাথেই আছে দেখলাম।NasrinatWiki (আলাপ) ১৫:০০, ১৭ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

"মঞ্চনাটক"-এ সরানোর প্রস্তাব দিচ্ছি। আমার ভুল না হলে এটি সমাসবদ্ধ পদ (একই সাথে বেশি প্রচলিতও)। সমাসটি সম্ভবত কর্মধারয়। — তানভিরআলাপ০৬:৫৯, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন জানাচ্ছি। "মঞ্চনাটক"ই যথার্থ হবে মনে হচ্ছে। NasrinatWiki (আলাপ) ১৫:২৪, ২১ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

শিরোনাম পরিবর্তন করা হোক[সম্পাদনা]

মঞ্চনাটক = play (theatre নয়)

থিয়েটার (theatre) এবং প্লে (play) দুটি ভিন্ন জিনিস। বাংলায় theatre কে "মঞ্চ" কিংবা "থিয়েটার"-ই বলে। Theatre-এ যা উপাস্থাপন হয় তাকে play বা theatre play বলে।

পাতাটি "নাট্যমঞ্চ" বা "মঞ্চ (নাটক)" বা "মঞ্চ (নাট্যশালা)" এইরূপ নামকরণ করাটাই যথাযথ। যেহেতু পাতাটি থিয়েটারের পরিবেশন বা শিল্পের ওপর আলোচনা করছে তাই "মঞ্চাভিনয়" নামটি রাখা যায়।

- Ash wki (আলাপ) ১৫:২৪, ৮ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]