আলাপ:নকশী কাঁথার মাঠ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"নকসী কাঁথার মাঠ" নাকি?[সম্পাদনা]

জসীমউদ্দীন কি "নকসী কাঁথার মাঠ" রেখেছিলেন? প্রথম আলো'র রেফারেন্সে বারবার "নকসী" বানানটা ব্যবহৃত হয়েছে। বাংলাপিডিয়ায় দেখি "নক্সী" লেখা। যাচাই করার অনুরোধ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৯:৫৫, ৯ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

উদ্ধৃতি এবং কবিতা[সম্পাদনা]

এই নিবন্ধে বর্তমানে (১১ নভেম্বর ২০১১; রাত ১০:৫৪ ঢাকা সময়) যতটুকু আছে, তাতে তিনটি কবিতাংশ উদ্ধৃত হয়েছে। এর মধ্যে প্রথম অংশটি রুপাইয়ের বক্তব্য হলেও তা কবিতা (যেহেতু নকশী কাঁথার মাঠ একটি কাব্যগ্রন্থ) থেকেই উদ্ধৃত। কবিতায় তা এভাবে উল্লেখ আছে। আমিও প্রথমে cquote দিয়েছিলাম, পরে কবিতার ভাব বজায় রাখতে অর্ণবদা'র অনুসরণে poem style ব্যবহার করলাম। ইয়াহিয়া ভাই cquote দিয়ে উদ্ধৃত করতে আগ্রহী। আমার যুক্তি অতটুকুই যে, কবিতার অংশটুকু কবিতার মতোই ভালো মানায়, যদিও ওটা উদ্ধৃত করছি। বাকিদের মতামত প্রত্যাশা করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৫৬, ১১ নভেম্বর ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]