আলাপ:দ্য গাজী অ্যাটাক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নামকরণে সমস্যা[সম্পাদনা]

@MdsShakil: সুধী, বানানরীতি অনুযায়ী বিদেশি শব্দের বানানে দীর্ঘ-ঈ কার হয় না। নামের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে। কিন্তু এটি বাংলাদেশি বা বাঙালি চলচ্চিত্র নয়, যার কারণে নিয়মের ব্যক্তিক্রম করা যায়। নিবন্ধের নামকরণে সামঞ্জস্যতা বিধান করা যায় কি? — আদিভাইআলাপ০৬:২৩, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Meghmollar2017, নিবন্ধের নামকরণ আমি করিনি(লক্ষ্য এবার লক্ষ পাতায় এটাই করা ছিল), তাছাড়া বানান নিয়ে আমার জ্ঞান বা অভিজ্ঞতা তেমন নেই,যা ভালো মনে হয় করেন। [[ব্যবহারকারী: MdsShakil|<span style="color:red;"> - শাকিল হোসেন</span>]] <sup>[[ব্যবহারকারী আলাপ: MdsShakil|<span style="color:green;">আলাপ</span>]]</sup></b> (আলাপ) ০৭:৪৯, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দুংখিত বানানরীতি হবে, তাছাড়া সাক্ষরে একটু সমস্যা থাকায় কোড সহ চলে আসছে। চলচ্চিত্রের নামটি ভারতীয় সাবমেরিন গাজী অবলম্বনে করা হয়েছে ,আমার মনে হয় না এইটার পরিবর্তন করা ঠিক হবে, তারপরও আপনি দেখেন কি করা যায়। - শাকিল হোসেন আলাপ ০৮:১৫, ২৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]