আলাপ:দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশন্স

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অনুবাদ[সম্পাদনা]

অনুগ্রহপূর্বক ইংরেজি লিখা অপসারণ করুন ও বিষয়বস্তু আরো সঠিকভাবে অনুবাদ করুন ৷ আপনার অনুবাদ যান্ত্রিক অনুবাদের মতো হয়ে গেছে৷ ~ ডোরেমন আলাপ ০৭:১৪, ১৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@ইফতেখার নাইম:  করা হয়েছে, উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ। যা সবার সম্পাদনায় তৈরিকৃত। উক্ত নিবন্ধটির প্রণেতা অন্য কেউ হলেও আপনি চাইলে তথ্যছকের সামান্য ইংরেজিটুকু অনুবাদ করে দিতে পারতেন। কারণ উইকিপিডিয়া সকলের সম্মিলিত প্রচেষ্টায় তৈরিকৃত ও সমৃদ্ধ। এজন্য অন্য কেউ নিবন্ধ তৈরি করলেও সেখানে নিজে পারলে কিছু সংশোধন করে দেওয়ার চেষ্টা করবে। উল্লেখ্য, নিবন্ধটির প্রণেতা আমি নই, আপনার মন্তব্য দেখামাত্রই আমি সংশোধন করে দিয়েছি মাত্র। ধন্যবাদ - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:২৮, ১৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

এই নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ হয়েছে। যদি কোন ভুল ত্রুটি থাকে তা সংশোধন করার জন্য অথবা আমাকে জানানোর জন্য অনুরোধ করছি। এবং এই একই বিষয়ে যদি একাধিক নিবন্ধ তৈরি করা হয়ে যায় সেক্ষেত্রে অযাচিত গুলো অপসারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। --MDImtiazShoykat (আলাপ) ০৮:৫১, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@MDImtiazShoykat: ধন্যবাদ নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করার জন্য। এই নিবন্ধটি আর অনুবাদ না করার অনুরোধ জানাচ্ছি। কারণ ইতোমধ্যে নিবন্ধটি দ্যা ম্যাট্রিক্স রিভ্যুলেশন নামে চার (৪) বার অনুবাদ করেছেন। নিবন্ধটি বর্তমানে দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশন্স শিরোনামে আছে, যদি নাম পরিবর্তন করতে হয় তাহলে বলতে পারেন। অনুগ্রহ করে কষ্ট করে আর এটি অনুবাদ করিয়েন না। পারলে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য অন্য কোনো নতুন নিবন্ধ তৈরি/শুরু করুন। যেকোনো প্রয়োজনে/সমস্যায় আমার আলাপ পাতায় জানাতে পারেন। ধন্যবাদ - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:২৯, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]