আলাপ:দ্বারকানাথ বিদ্যাভূষণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

অনিরপেক্ষতা বা POV এবং পিয়ালদার দৃষ্টি আকর্ষণ[সম্পাদনা]

নিবন্ধটিতে বেশ কয়েক জায়গায় POV রয়ে গেছে। মানে নিবন্ধটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয় নাই। যদিও নিবন্ধের শেষে বেশ কিছু তথ্যসূত্র দেওয়া আছে, কিন্তু তালিকাটি দেখে বোঝার উপায় নেই যে কোন তথ্যটি কোন তথ্যসূত্র থেকে নেওয়া হয়েছে। লেখক অভিজ্ঞ কোন ব্যবহারকার সাহায্য নিতে পারেন কিভাবে নিবন্ধের নির্দিষ্ট তথ্যে তথ্যসূত্র যোগ করতে হয়। আমি নিবন্ধের লেখককে অনুরোধ করবো অন্যান্য নিবন্ধগুলো যেগুলোতে তথ্যসূত্র (নির্দিষ্ট তথ্যে) ব্যবহার করা হয়েছে, দয়াকরে তার একটি নিবন্ধ নিয়ে একটু দেখে নিন। আমি পিয়ালদা কে অনুরোধ করবো নিবন্ধের তথ্যসূত্রের ব্যপারে লেখক কে সাহায্য এবং নিবন্ধটি ঠিক করে দিতে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৩:১৭, ৪ এপ্রিল ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]