আলাপ:দারুচিনি উদ্যান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ নাম[সম্পাদনা]

@RockyMasum মনে হয় ঠিক নেই। --  কুউ পুলক  ১৪:৫২, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@কুউ পুলক: কি ঠিক নেই?--মাসুম-আল-হাসান (আলাপ) ১৫:২২, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@RockyMasum বলছিলাম সিনামন গার্ডেন তো প্রপার নাউন। সেটা পরিবর্তন করা কি ঠিক? --  কুউ পুলক  ১৬:৩৫, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আমার মনে হয়, সমস্যা নেই। যেমন এটির তামিল নাম হল கறுவாத் தோட்டம் (Kaṟuvāt tōṭṭam), সিংহলি নাম হল කුරුඳු වත්ත (কুরুন্ডু ভাত্থা)। ইংরেজি নামটা বরং মূল নাম থেকে অনুবাদ করা নাম। ঐ হিসেবে বাংলায় আমি দারুচিনি উদ্যান রাখতে সমস্যা দেখি না। নামবাচক বিশেষ্য হলে তার বাংলা করা যাবে না এমন কথা নেই। শত শত বিদেশি নামবাচক বিশেষ্য বাংলায় অনুবাদ হয়ে ব্যবহৃত হবার নজির রয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৮, ১৩ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]