আলাপ:তুতানখামেন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তুতাংখামুন?[সম্পাদনা]

নিবন্ধটির শিরোনাম "তুতাংখামুন" দেখে বিষ্মিত হয়েছি। কারণ মিশরীয় "Tut-Ankh-Amun" বা "Tut-Ankh-Amen" বানানের বিপরীতে আমরা "তুতানখামেন" ব্যবহার করতে পারি। বানানে, ng থাকলে "ং" (অনুস্বার)-এর ব্যবহার সঠিক হতো। কিন্ত‌ু বানানে ng নয়, বরং n-এর ব্যবহার আছে, সেক্ষেত্রে n-এর স্থলে "ন" ব্যবহারই যৌক্তিক মনে করছি। এমতাবস্থায় "তুতাংখামুন" নিবন্ধটিকে "তুতানখামুন" অথবা "তুতানখামেন" শিরোনামে সরিয়ে নেয়ার প্রস্তাব রাখছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৪৮, ৫ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

আমারও ধারণা নামটি তুতেনখামেন বা তুতানখামেন হওয়াই যুক্তিযুক্ত। --অর্ণব দত্ত (আলাপ) ০৩:৪৫, ৬ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]