আলাপ:ঢাকাপ্রকাশ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বেলায়েত, চমৎকার কাজ!! আমি অনেকদিন ধরেই গড়িমসি করে আর লিখিনি, কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ একটা নিবন্ধ। --রাগিব (আলাপ | অবদান) ১৫:৫৪, ৯ মার্চ ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ রাগিব ভাই, আসলে ইদানিং আমি পত্রিকায় চোখ রাখছি এবং পাবলিক ডোমেইন কোন ছবি পেলেই আমার ক্যামেরা দিয়ে তা তুলে তা আপলোড করছি। আমি চেষ্টা করছি ছবি যোগার হলে তার নিবন্ধও তৈরি করার।--বেলায়েত ১৬:১৪, ৯ মার্চ ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
বেলায়েত! বেলায়েত!! বেলায়েত!!! সত্যিই চমৎকার!!!! অনেক ভাল লাগলো এই নিবন্ধটি দেখে। আর রাগিব ভাই, এত কিছু করেও পরও যদি বলেন গড়িমসি করছেন। তাহলে, আমিতো <didn't find any appropriate adjective> ; মানে আমি তো কিছুই করতে পারছিনা। খুবই কষ্ট লাগছে আপনি, বেলায়েত এবং অন্যদের মত অবদান রাখতে পারছিনা।--mak ১৬:৪৬, ৯ মার্চ ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
না মাক ভাই, কিঞ্চিত বাঁটে আছি বলে প্ল্যান অনুযায়ী কাজ করতে পারছি না। আমার ইউনিভার্সিটির লাইব্রেরি হতে অনেক দূর্লভ বই (১০০ বছরের পুরানো) নিয়ে এসেছি ঢাকা/বাংলার ইতিহাসের উপর নিবন্ধ লেখার জন্য, কিন্তু সময় পাচ্ছিনা। আর ঐদিকে রাসায়নিক মৌলের নিবন্ধগুলাকে সাইজ করার জন্য ডাটাবেইজ ও বট কোডও লিখতে হবে, ঐটারও সময় লাগবে। তবে করে ফেলবো অচিরেই। --রাগিব (আলাপ | অবদান) ১৭:০০, ৯ মার্চ ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

ঢাকা প্রকাশ > ঢাকাপ্রকাশ[সম্পাদনা]

শুরুতেই বেলায়েত ভাইকে ধন্যবাদ, নিবন্ধটি আগে থেকেই করে রাখবার জন্য।
নিবন্ধের নাম মনে হয় ঢাকাপ্রকাশ হবে। "প" বর্ণটির উপর অর্ধ্বমাত্রা থাকায় আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে মাত্রা ধারণ করে না। একারণে আমাদের বিভ্রান্তি সৃষ্টি হওয়া স্বাভাবিক। দৈনিক প্রথম আলো দেখছি "ঢাকাপ্রকাশ" লিখছে (৮ মার্চ ২০১১, পৃষ্ঠা ২৪: ঢাকাপ্রকাশের ১৫০ বছর আজ)। এব্যাপারে কি কোনো সিদ্ধান্তে আসা যায়? ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৫৪, ১৪ মার্চ ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

আমারও মনে হয় ঢাকাপ্রকাশ হবে। পত্রিকার প্রচ্ছদের যে ছবিটা দেওয়া আছে, তার থেকেই বানানটি স্পষ্ট। --অর্ণব দত্ত (আলাপ) ০৩:৩২, ১৫ মার্চ ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
আমার পক্ষ থেকেই কোন আপত্তি নেই। আসলে যখন নিবন্ধটি শুরু করেছিলাম তখন বাংলাপিডিয়ার ইংরেজি সংস্করণটি রেফারেন্স হিসেবে ব্যবহার করেছিলাম, সেখানে পত্রিকাটির নাম Dhaka Prakash ছিল, আর তখন এর পচ্ছদ ছবিটিও ছিল না। নিবন্ধটিতে আরও কিছু তথ্য যোগ করা যায় কিনা সে ব্যাপারে একটু খোঁজ করার অনুরোধ করবো।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪৬, ১৫ মার্চ ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]