আলাপ:ডিএনএ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডিএনএ নীলনকশা নয়, প্রণালী[সম্পাদনা]

জনপ্রিয় সাহিত্যে তো বটেই, কিছু একাডেমিক রচনায়ও ডিএনএকে নীলনকশা বা blueprint এর সাথে তুলনা করা হয়, যেটা একদমই ভুল। একটি গাড়ীর নীলনকশার সাথে গাড়ীটির প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের ঐক্য থাকে। নীলনকশা দেখেই বলে দেওয়া যায় কোন অঙ্গ গাড়ীটির কোথায় অবস্থিত। আবার প্রণালী বা recipe এর ক্ষেত্রে ব্যাপারটা একদম ভিন্ন। একটি কেকের প্রণালী দেখে কোনভাবেই বলা সম্ভব না কেকটির ঠিক কোন অংশে ডিম, চিনি, আটা ইত্যাদি উপস্থিত রয়েছে। সবগুলো উপাদানের সন্নিবেশনের মাধ্যমেই কেকটি তৈরী হয়। মানুষ আর ডিএনএর সম্পর্কও ঠিক তাই। এই বিষয়ে রিচার্ড ডকিন্সের "দ্যা সেলফিস জিন" এবং ম্যাট রিডলীর "Genome- Autobiography of a species in 23 chapters" দ্রষ্টব্য।

কারও কোন আপত্তি না থাকলে আমি বিষয়টি পরে সংশোধন করে দিব।পৃথ্বী (আলাপ) ০৪:৪৫, ৮ অক্টোবর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]