আলাপ:প্যান্ট

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আলাপ:ট্রাউজার্স থেকে পুনর্নির্দেশিত)

ট্রাউজার্স পাজামা/প্যান্ট?[সম্পাদনা]

ট্রাউজার্স সম্ভবত পায়জামা নয়। বাঙালিদের মধ্যে এই দুটি পোষাক ভিন্ন। -অর্ণব দত্ত (আলাপ) ১৯:১২, ২০ এপ্রিল ২০১০ (ইউটিসি)১৯:১১, ২০ এপ্রিল ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

en:Trousersen:Pajamas দুটি আলাদা নিবন্ধ রয়েছে ইংরেজি উইকিতে। আমার মনে হয়, ট্রাউজার্সকে পাজামায় সরিয়ে নেওয়াটা ভুল হয়েছে। --অর্ণব দত্ত (আলাপ) ০৪:০৩, ২১ এপ্রিল ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধে অভিধানের কথা উল্লেখ করে বাংলা পায়জামা বলাতে বাংলাকরণ করেছিলাম। পরে সিওর হলাম যে, ট্রাউজার্স আর পায়জামা আলাদা পোষাক। কিন্তু ট্রাউজার্সের বাংলা অভিধানে প্যান্ট বা পাতলুন দেখলাম। এ ব্যাপারটা একটু সিওর হওয়া দরকার। আপাতত ট্রাউজার্স আগের অবস্থানে সরিয়ে নিচ্ছি। আর পায়জামা নামে নতুন নিবন্ধও করে দিচ্ছি। — তানভির আলাপ অবদান ০৯:১৬, ২১ এপ্রিল ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
ট্রাউজার্স আর প্যান্ট একই পোষাক। শুধু নাম দুটি আলাদা। পুরনো বাংলা সাহিত্যে প্যান্টালুন নামে একটা কথা দেখেছি। অভিধানে তার অর্থ Trousers worn in former times। জ্ঞানেন্দ্রমোহনের বাংলা অভিধান বলছে Pantaloon থেকে Pant, তার থেকে বাংলায় প্যান্ট কথাটি এসেছে। --অর্ণব দত্ত (আলাপ) ১১:৩৬, ২১ এপ্রিল ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
ইংরেজিতে প্যান্ট বলতে অন্তর্বাস বোঝায়।Chirbidrohi (আলাপ) ০৫:৪২, ২২ এপ্রিল ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধকে ট্রাউজার্স থেকে প্যান্ট নামে নেওয়া হল। ইংরেজিভাষী দেশে কি বলে তা আমার ও আমাদের জানার বিষয় না। আমাদের দেশগুলিতে এটা প্যান্ট নামে বহুল পরিচিত। ট্রাউজার্স কি এটা বুঝতেই আমার কয়েক মিনিট লেগেছিল। পরে বুঝলাম ট্রাউজার্স ও প্যান্ট আসলে একই বস্তু। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩৬, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]