আলাপ:ট্যুকো ব্রাহে

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাগিব ভাই, দুইটা ভূমিকা হয়ে গেলো যে :-D

ভুল বানান[সম্পাদনা]

নিবন্ধে যে বানান ব্যবহার করা হয়েছে তা আদৌ বাংলা বানানরীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না। বিজ্ঞানীর নামের বানান কী সেই বিতর্ক পরে হবে, এখানে দেখছি বানান ব্যবহার করা হয়েছে ট য-ফলা তার পরে হ্রস্ব উ। বাংলাতে এরকম কোনো বানান কখনোই দেখিনি। য-ফলা যুক্ত হয় অবশ্যই কোনো না কোনো কার এর পরে। অর্থাৎ এখানে বানানটা হতে পারে টু্যকো। বাংলা কিবোর্ডে কতগুলো অক্ষর টাইপ করা গেলেই সেটা বাংলা বানান হয় না। বরং বেখাপ্পা বানান কি বোর্ডের সীমাবদ্ধতার কারণেই টাইপ করা যায়। নিবন্ধটিকে আপাতত টু্যকো ব্রাহে শিরোনামে সরানো যেতে পারে। পরে বাকি আলোচনা করা যাবে। --রাগিব (আলাপ | অবদান) ০৫:২৯, ৮ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]