আলাপ:টেক্সাস পার্ক রোড ২/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Ruhan (আলাপ · অবদান) ১৮:৩১, ২৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনার ফলাফল[সম্পাদনা]

ভালো নিবন্ধ পর্যালোচনার ৬টি মানদণ্ড অনুসারে নিবন্ধটিকে বিশ্লেষণ করা হল। (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
সিদ্ধান্ত
  1. উত্তীর্ণ:

মনোনয়নকারীকে অভিনন্দন।

রচনাশৈলী[সম্পাদনা]

  1. নিবন্ধটি সুলিখিত কিনা?
    ক) (গদ্য): খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি): গ) (বিরামচিহ্ন সমস্যা): ঘ) (অনুবাদে প্রাণোজ্জ্বলতা):

যাচাইযোগ্যতা[সম্পাদনা]

  1. নিবন্ধটি তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য কিনা?
    ক) (তথ্যসূত্র): খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে): গ) (মৌলিক গবেষণা):

তথ্যের পরিপূর্ণতা[সম্পাদনা]

  1. নিবন্ধে উপস্থিত তথ্য বিষয়বস্তুকে পূর্ণাঙ্গরূপে ফুটিয়ে তুলতে পারে কিনা?
    ক) (প্রধান বিষয়): খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):

নিরপেক্ষতা[সম্পাদনা]

  1. নিবন্ধটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে রচিত কিনা?
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:

স্থিতিশীলতা[সম্পাদনা]

  1. নিবন্ধটি স্থিতিশীল কিনা? মূল তথ্যে বর্তমানে বড় কোন পরিবর্তন করা হচ্ছে না এবং সম্পাদনা যুদ্ধ নেই?
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:

চিত্রের ব্যবহার[সম্পাদনা]

  1. নিবন্ধের যথাস্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে কিনা?
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ): খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):

—RuHan [ Talk ] ১৮:৩৫, ২৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

প্রধান পাতার জন্য সারাংশ[সম্পাদনা]

টেক্সাস পার্ক রোড ২ একটি ১.১১০-মাইল-দীর্ঘ (১.৭৮৬ কিমি) সড়ক যা ক্যাডো লেক স্টেট পার্ক থেকে খামার হয়ে মর্কেট রোড ২১৯৮ (এফএম ২১৯৮) পর্যন্ত বিস্তৃত। পার্ক রোড ২ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় অঞ্চলে, হ্যারিসন কাউন্টি এলাকায় অবস্থিত। বেসামরিক রক্ষণাবেক্ষণ কর্পোরেশন ১৯৩০-এর দশকে সড়কটি নির্মাণ করে, এবং ১৯৩৯ সালে এটি তালিকাভুক্ত হয়। পার্কের ভিতরে অধিকাংশ প্রধান সড়ক পিআর ২ ঠিকানা ব্যবহার করে। পিআর ২ একটি অখণ্ড, দুই লেনের, বাঁধানো রাস্তা যা এর দক্ষিণ প্রান্তে এফএম ২১৯৮-এর সঙ্গে সংযোগের মাধ্যমে শুরু হয়েছে। মহাসড়কটি পার্কের সদর ভবনের চারপাশে অতিক্রম করে ক্যাডো লেক স্টেট পার্কের উত্তর দিকে এগিয়ে গেছে এবং কেবিন সাইট পর্যন্ত বিস্তৃত হয়েছে। সড়কটি কেবিন সাইট অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হয়ে একটি বৃহৎ লুপে বিভক্ত হয়ে গেছে। সড়কটি একটি লুপের শুরুতে খাড়া ঢাল বেয়ে নিচে নেমে যাবার পূর্বে একটি স'মিল পুকুরের পাশ অতিক্রম করেছে এবং সেখানে একটি ছোট পর্কিং লটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও পিআর ২ সড়কের সঙ্গে তিনটি ছোট সড়ক যুক্ত রয়েছে যা প্রধান ক্যাম্প ক্ষেত্র যাবার সুব্যবস্থা করে দেয়। (বাকি অংশ পড়ুন...)