আলাপ:টিআরপি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিষয়শ্রেণী[সম্পাদনা]

বিষয়শ্রেনী যোগ করা হয়নি। দয়া করে, বিষয়শ্রেনী যোগের জন্য সম্পাদকমন্ডলীর দৃষ্টি আকর্ষ্ণ করছি। ধন্যবাদ। --Sabuj Barua (আলাপ) ১৪:০৯, ১৭ আগস্ট ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধে বিষয়শ্রেণী যোগ করাই ছিল, বাংলা করে দেয়া হলো।

টিআরপি[সম্পাদনা]

টিআরপি'র প্রকৃত মানেটা কী? ইংরেজি যে নিবন্ধের যে লিংক দেয়া, সেটাতো Target Rating Point, টেলিভিশন রেটিং পয়েন্ট নয়!!! —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:১৭, ১৭ আগস্ট ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজী নিবন্ধ অনুসরণেই বোধ হয় "Television Rating Points - TRP" এসেছে (দ্রঃ নিবন্ধের শুরুতে ১ম লাইনে); যদিও ইংরেজি/হিন্দী নিবন্ধের নামকরণ "Target Rating Point". সুতরাং -
  • নামকরণ হওয়া উচিত : টার্গেট রেটিং পয়েন্ট যাতে আন্তঃউইকি প্রকাশ পায়।
  • বৈশ্বিকতার প্রয়োজনে - (ক) ভারতের প্রেক্ষাপটে, (খ) বাংলাদেশ প্রেক্ষাপটে এবং (গ) বহিঃবিশ্ব প্রেক্ষাপট নামে ৩টি অনুচ্ছেদ সৃষ্টি করা যেতে পারে!

দ্রষ্টব্যঃ বোধকরি নিবন্ধকার ইংরেজী নিবন্ধের অনুসরণে অনুবাদে অগ্রসর হয়েছেন এবং সম্পূর্ণটাই রচিত হয়েছে ভারতের প্রেক্ষাপটে।- সুব্রত রায় (আলাপ) ১৭:৫৬, ১৭ আগস্ট ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

সুব্রত দা, বৈশ্বিকতাটা বিবেচনায় আনতে পারিনি কারণ গ্রহণযোগ্য উপাত্তের অভাবের দরুণ মানে দেশীয় একধরনের কোন্‌ কোন্‌ প্রতিষ্ঠান এই শুমারি /জরিপ চালায়/ আদৌ আছে কিনা তা আমার জানা নেই, তাই ইংরেজি উইকিপিডিয়ার প্রবন্ধের আড়ালে এর বাংলা প্রবন্ধ তৈরি করা হলো। মঈনূল ভাইয়ার সংগে একমত, তবে প্রশ্নটা আমার মাথায়ও ঠেকেছে। যাই হোক,তাই টিআরপি'নামে পাতাটি তৈরি করেছি। টেলিভিশন সম্পর্কিত বিষয় জড়িত বিধায় - কোন কোন ক্ষেত্রে টেলিভিশন রেটিং পয়েন্ট ব্যবহৃত হয়। কিন্তু ব্যবসায়িক বিবেচনায় বলতে গেলে টার্গেট রেটিং পয়েন্ট সর্বসিদ্ধ। ধন্যবাদ। --Sabuj Barua (আলাপ) ১২:৩২, ৩০ আগস্ট ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]