আলাপ:জোসেফ হেনরি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ তৈরি[সম্পাদনা]

@Ppt2003: এডিটাথনে নিবন্ধ তৈরি করায় প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুধী, আপনার জমাদানকৃত নিবন্ধ গতকালকেও একটা, এবং আজকেও দুইটি পর্যালোচনা করেছি। গতকালের পর্যালোচিত নিবন্ধটিতে আপনি শুরুর ছক (সারণি) নিবন্ধে যোগ করে নি। আজকের পর্যালোচিত একটিতে শুরুর ছবি বাদ দিয়েছেন এবং এই নিবন্ধটিতে তথ্যছকটিও বাদ দিয়েছেন। অনুগ্রহ করে কারণটি বলবেন। আপনার অন্য দুইটি নিবন্ধ গ্রহণ করলেও এই নিবন্ধটি আপাতত গ্রহণ করি নি। তথ্যছকটি অনুবাদ করা শেষ হলে আমাকে জানাবেন, তখন গ্রহণ করে নিবো। আপনি পর্যালোচক দলের একজন হয়েও এই ধরনের বিষয়গুলো এড়িয়ে যাচ্ছেন যেটি মোটেও কাম্য নয়। সুধী, অনুচ্ছেদ অনুবাদ কম করলেও অনুগ্রহ করে তথ্য বাদ দিবেন না। এতে পাঠকরা উপকৃত নাহয়ে বরং অপকৃত হবে। উল্লেখ্য, ইতোপূর্বে জমা দেওয়া আপনার ৩৪টি নিবন্ধের মধ্যে ৩২টি গৃহীত হয়েছে, উক্ত নিবন্ধগুলোতেও যদি তথ্যছক, চিত্র বাদ দিয়ে থাকেন সেগুলো যুক্ত করার জন্য অনুরোধ রইলো। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৯:১৮, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

জোসেফ হেনরি নিবন্ধের তথ্যছক অনুবাদ করেছি। অনুগ্রহপূর্বক এতে ১ মার্ক প্রদান করুন। আর আমি সম্পূর্ণ নিবন্ধ মোবাইলে নিউ ট্যাব খুলে হাতে অনুবাদ করি, যার দরুন তথ্যছক, ছবি যোগ করা কষ্টকর হয়ে যায়। ডেস্কটপ মোডে সম্পাদনা করলে আমার চোখে সমস্যা হয়। এসব কারণেই মূল নিবন্ধ ছাড়া অন্য কিছু আমার পক্ষে অনেক সময় যোগ করা যায় না। তাছাড়া এডিটাথনের কোনো শর্ত আমি লঙ্ঘন করিনি। আমার অনুবাদগুলো যান্ত্রিক বা রুক্ষ হচ্ছে না। এজন্যই আমি আসলে বিষয়গুলোর উপর এতটা গুরুত্ব দিইনি, যার জন্য দুঃখ প্রকাশ করছি। চির শুভার্থী, Ppt2003 (আলাপ) ০১:৫২, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Ppt2003: আপনার কথাটা ঠিক মানতে পারলাম না৷ বাংলা উইকিপিডিয়ার বেশিরভাগ ব্যবহারকারীই মোবাইল থেকে সম্পাদনা করেন। মোবাইল থেকে নিউ ট্যাব খুলে নিবন্ধ তৈরি করলে সেখানে চিত্র আর তথ্যছক যোগ করা কষ্টকর কেন হতে যাবে? মোবাইল থেকে করাটা এসব আরও সুবিধাজনক, আপনাকে তো আমি ডেস্কটপ মোডে সম্পাদনা করতে বলছি না ভাই। আপনি মোবাইল থেকে সম্পাদনা করার সময় প্রতিটি অনুচ্ছেদের পাশে কলমের মতো একটা চিহ্ন পাবেন সেখানে ক্লিক করলে আপনি তথ্যছক, চিত্র, তথ্যসূত্রের কোডগুলো সহজেই অনুলিপি করতে পারবেন। নিবন্ধে তথ্যছক কেন যোগ করা হয় জানেন? তথ্যছকে মূলত পুরো নিবন্ধের মূল বিষয়গুলো একনজরে দেওয়া থাকে, যেটার মাধ্যমে পাঠকরা সহজেই নিবন্ধ সম্পর্কে ধারণা পেতে পারে, তাই পরবর্তীতে অনুবাদের সময় যতটুকু অনুবাদই করুন না কেন তথ্য যাতে বাদ না যায় সে বিষয়ে নজর রাখবেন। কোনো সমস্যায় পড়লে আমার আলাপ পাতায় জানাতে পারেন। ওহ, হ্যা, আপনাকে কেউ যেখানে বার্তায় উল্লেখ করবে আপনিও উত্তরটা সেখানেই দিবেন তাহলে পরবর্তী আলোচনা সমন্বয় করতে সুবিধা হয় তাই আপনার বার্তাটি এখানে স্থানান্তর করেছি। ভাই, এসব ভুলগুলো ধরিয়ে দিচ্ছি বলে আমাকে খারাপ ভাববেন না। ভুলগুলো শুধরে নিয়ে বাংলা উইকিপিডিয়ায় ভালো অবদান রাখুন এটাই চাই। আপনার জন্য শুভকামনা রইলো। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:২৮, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধ গ্রহণ করেছি। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৩৩, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]