আলাপ:চাকা ভেকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম পরিবর্তন প্রসংগে[সম্পাদনা]

এই মাছের নাম বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষএর স্বাদুপানির মাছ বইতে চাকা ভেকা নাম দেওয়া আছে। মাছটির নাম চাকা ভেকা নামে স্থানান্তর করা হোক।--Dolon Prova (আলাপ) ০৬:১২, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

  • একটি মাছ একাধিক নামে পরিচিত হতে পারে। বিশ্বকোষে পাঠক সাধারণত অধিক পরিচিত নামে নিবন্ধ অনুসন্ধান করে থাকে। তাই অপ্রচলিত গ্রন্থগত নামের তুলনায় অধিক প্রচলিত নামটি রাখা শ্রেয় বলে মনে করি। এবং অন্য নাম গুলো দিয়ে অবশ্যই পূন:নির্দেশ পাতা তৈরি করতে হবে।

আর আলাপ পাতায় আলোচনা শুরু করার আগে অনুগ্রহ করে একটি শিরোনাম দিবেন। ফেরদৌস০৩:৩৮, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

  • মাছটির নাম যে কটকটিই তা বোঝা যাচ্ছে না, জ্ঞানকোষে এটি চাকা ভেকা বা গ্যানগেনিয়া নামে উল্লেখ করা হয়েছে। আমার মতে মাছটির নাম চাকা ভেকা হওয়াই সংগত। আর বিবরণে তো মাছ সেটি বলা হচ্ছে। ফলে নামের সাথে মাছ শব্দটি রাখা কেমন জানি মাছকে অমর্যাদার মতো শোনায়।--সাদি (আলাপ) ০৬:০৯, ৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]