আলাপ:চট্টগ্রাম জেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ambiguous ?------>

চট্টগ্রাম------>in the চট্টগ্রাম জেলা page, their is no link.
আরেকটু পরিস্কার করে লিখলে ভাল হয়। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:২৭, ৬ অক্টোবর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

থানা ও উপজেলা[সম্পাদনা]

এখন থানা এবং উপজেলা দুটোই আছে। কর্পোরেশনের এলাকাগুলোতে থানা কেবল পুলিশ স্টেশন কিন্তু উপজেলা হলো স্থানীয় সরকার কাঠামো। জেলার বর্ণনা লেখার সময় এই বিষয়টি খেয়াল রাখা দরকার। Munirhasan ১৭:১০, ১৭ মে ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

দীর্ঘ সময়ের জন্য সুরক্ষিত[সম্পাদনা]

সাধারণত সম্পাদনা যুদ্ধ দুই/তিন দিন সময়কালের জন্য হয়ে থাকে। কিন্তু তা শেষ হবার ৮ মাস পরেও কেন এখনো এই পাতা সুরক্ষিত? এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসককে একটি সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। আমি পাতা সুরক্ষা তুলে দিচ্ছি, ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ০৪:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]