আলাপ:গ্রাহকত্ব

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Admittance-এর বাংলা পরিভাষা[সম্পাদনা]

@Kabir.bmc007:এটা কি "প্রবেশাধিকার" হবে? আমার সন্দেহ হচ্ছে। বাংলা পদার্থবিদ্যার উচ্চশিক্ষার বইতে কোন পরিভাষা নেই? --অর্ণব (আলাপ | অবদান) ১০:০০, ১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Zaheen: www.wikiwand.com/bn/উইকিপিডিয়া:তড়িৎ_প্রকৌশল_পরিভাষা অনুসারে Admittance এর পরিভাষা গ্রাহকত্ব।

— Kabir.bmc007 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Zaheen:পদার্থবিদ্যার উচ্চশিক্ষায় কোন বাংলা বই নেই,যাই হোক ভুল ধরিয়ে "আনাড়ি" সন্মান দেয়ার জন্য ধন্যবাদ। ভবিষ্যৎ এ অনুবাদ করার দুঃসাহস আর দেখাব না।শিরোনামটি ঠিক করতে পারিনি,ঠিক করে দেয়ার জন্য অনুরোধ রইল।Kabir (আলাপ) ০৫:৪৫, ২২ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Kabir.bmc007: আপনার প্রথম মন্তব্যটা আমি পড়েছিলাম। সেটার উত্তর না দেবার জন্য দুঃখিত। আপনার ২য় মন্তব্যের অতিরিক্ত আবেগপ্রবণ অংশগুলি গণনায় ধরছি না। পরিভাষার অনুবাদ নিয়ে আলাপ পাতায় আলোচনা হতেই পারে, কেউ প্রশ্ন তুলতেই পারে। এটাকে ব্যক্তিগত অপমান হিসেবে নিয়ে বেশি বিচলিত না হওয়াই ভাল। পদার্থবিজ্ঞানে উচ্চশিক্ষা স্তরে বাংলা পরিভাষা অবশ্যই আছে। এরকম একটা মৌলিক ধারণার বাংলা পরিভাষা হয়ত উচ্চ-মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকেই পাওয়া যাবে। আমি আরেকটু দেখে নিচ্ছি। আপনিও পারলে একটু দেখুন। খুব সম্ভবত গ্রাহকত্বই হবে। আপনি wikiwand থেকে যে পরিভাষাটা পেয়েছেন, তা তো এই বাংলা উইকির পরিভাষা পাতা থেকেই কপি করে নেওয়া। যাই হোক, আমাদের মূলনীতি হচ্ছে বাংলা ভাষার পরিভাষাকে প্রাধান্য দেওয়া এবং বাংলা বর্ণে লেখা ইংরেজি পরিভাষা সর্বোচ্চ সম্ভব পরিহার করা। এটাকে একটু কষ্ট করে মাথায় রেখে অনুবাদ চালিয়ে যান। আরও নিবন্ধ তৈরি করুন। আমরা এখানে একে অপরকে সহায়তা করে উইকির উন্নতি করে যাচ্ছি। আপনি উত্তরোত্তর আরও অবদান রাখবেন, সেই শুভকামনাই করছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:০২, ২২ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]