আলাপ:গণ্ডেরবাল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জ্ঞাতার্থে[সম্পাদনা]

@Nettime Sujata: ব্যাঘ্র প্রকল্প এডিটাথন ২০১৯-এ অংশগ্রহণ করায় সাধুবাদ জানাই। [জেলার অর্থনীতি ও শিক্ষার উন্নয়নের লক্ষ্যে, একটি অনুষদ, শের-ই-কাশ্মীর কৃষি বিজ্ঞান ও কাশ্মীরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এর বনপালনবিদ্যা অনুষদ, বেনহামায় নির্মাণাধীন, যা বর্তমানে বেশ পিছনে পড়ে রয়েছে।] অংশ-সহ অন্যান্য বাক্যের গঠনশৈলী (প্রযোজ্য ক্ষেত্রে) বিশ্বকোষীয় পর্যায়ে উপনীত করার আমন্ত্রণ জানাচ্ছি। - Suvray (আলাপ)


@Suvray: আবার পড়ে সংশোধন করেছি, একটু দেখে নেবেন।

Nettime Sujata (আলাপ) ১২:৪৭, ১৫ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]