আলাপ:ক্লেমেন্স ভন মেটরনিখ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই নিবন্ধটি Klemens von Metternich সম্পর্কিত। বাংলায় ঐতিহ্যগতভাবে তিনি সাধারণত মেটারনিক নামেই বেশি পরিচিত। যদিও সঠিক উচ্চারণ মেটরনিখ। ফলে নিবন্ধের নামে মেটরনিখ ব্যবহার করলে আপত্তির কিছু নেই। কিন্তু লেখার মধ্যে বিকল্প উচ্চারণ হিসেবে মেটারনিক শব্দটিরও উল্লেখ থাকা দরকার, যাতে সাধারণ বাঙালি তার পরিচিত ব্যক্তিটি সম্বন্ধে খোঁজ করতে গিয়ে এই নিবন্ধটিতে পৌঁছতে পারে। তাছাড়া জার্মানে 'v' বর্ণটির নাম 'ভি' নয়, 'ফাউ'। এর উচ্চারণও 'ভ' নয়, 'ফ'। তাই 'von' শব্দটির উচ্চারণ 'ফন', কখনই 'ভন' নয়। সেই অনুযায়ী আমি নিবন্ধটির স্থানান্তরণ ঘটালাম। --Arindam Maitra (আলাপ) ০১:৩৪, ৪ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক আছে। আপনি সঠিক। আমি এই বার্তাটা আগে পায়নি।--Che12Guevara (আলাপ)