আলাপ:ক্যাসিনো (চলচ্চিত্র)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প চলচ্চিত্র
এই নিবন্ধটি উইকিপ্রকল্প চলচ্চিত্রের অংশ, যা উইকিপিডিয়ায় চলচ্চিত্র সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

নিঅপ্রতে নিবন্ধ প্রণেতা বলেছিলেন, এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ সম্পর্কে আমার কাছে আরো তথ্য আছে, তবে তা গণমাধ্যমে উল্লেখিত নয় এবং তথ্যসুত্র না থাকায় তা নিবন্ধে উল্লেখ করছি না। একারণে, চলচ্চিত্রের নিবন্ধে স্বার্থের সংঘাত ট্যাগ করা হয়েছে।S. M. Nazmus Shakib (আলাপ) ১১:৩০, ১৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@S. M. Nazmus Shakib: সুধী, আপনি ১৮ নভেম্বর,২০১৯ তারিখে চিত্রগ্রহণ শুরু না হয়ায় অপসারণ যোগ্য মর্মে ট্যাগ লাগিয়েছিলেন। সেই সময় আমি এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু নিয়ে আমার কাছে তথ্য থাকা নিয়ে উপরোক্ত মন্তব্য করেছিলাম। আজ ১৪ জানুয়ারি, ২০২০, চার দিন বাদে তিন মাস হতে চললো। চলচ্চিত্রের চিত্রগ্রহণ শেষ। এতোদিন পরে আপনার মনে হয়েছে ক্যাসিনো'র চিত্রগ্রহণের সাথে আমার 'গভীর সম্পৃক্ততা' আছে !? এই চলচ্চিত্রের চিত্রগ্রহণ সম্পর্কে তথ্য আগাম জেনেছিলাম ক্যাসিনো'র কলাকুশলীদের ফেসবুক পোস্ট এবং আমার মুভিখোর(ফেসবুক গ্রুপ নয়) আড্ডা দল থেকে কিন্তু এ থেকে 'গভীর সম্পৃক্ততা' নিরুপিত হয় না। এখনো ফেসবুক পেজ হতে এই চলচ্চিত্রের আগাম তথ্য জানা যায়, কিন্তু গণমাধ্যমে উল্লিখিত না হয়া পর্যন্ত নিবন্ধে সন্নিবেশ করা হয়না। উদাহরণ সরূপঃ এই চলচ্চিত্রের ৮০ ভাগ চিত্রগ্রহণ শেষ হয়ার খবর ২৬ ডিসেম্বর, ২০১৯ তারিখেই জেনে যাই - ফেসবুকের এই পোস্ট থেকে। কিন্তু চিত্রগ্রহণ সম্পর্কিত এই অগ্রগতির তথ্য ৩০/১২/২০১৯ তারিখে প্রকাশিত হয়। এই নিবন্ধে সন্নিবেশিত হয় ৩১/১২/২০১৯ তারিখে।
এবার আসি, নিবন্ধের 'পরিচ্ছন্নতা' প্রসঙ্গে। ব্যক্তিগত ভাবে আমি আমি নিজেই আমার চলমান চলচ্চিত্র সম্পর্কিত আর্টিকেল গুলির Brush up! বা পরিষ্কার করে থাকি। তবে সেটা ঐ চলচ্চিত্র সম্পর্কিত সকল events ঘটে যাওয়ার পর। চলমান অবস্থায় আমি তাড়াহূড়ো করার পক্ষে নয়। এক্ষেত্রে তথ্য প্রাপ্তি ও তথ্যের গভীরতা অনুযায়ী চলচ্চিত্রনির্মাণ নিবন্ধে বর্ণীত ধারাবাহিকতা follow করার চেষ্ঠা থাকে। ক্যাসিনো চলচ্চিত্রটি যেহেতু এখনো চলমান প্রক্রিয়ায় রয়েছে, তাই এটাকে Brush up করার উপযুক্ত মনে করি না।(কিন্তু আপনাদের বড্ড তাড়াহুড়ো!) তথাপি আপনি আপনার সন্দেহ দূর করা এবং এই আর্টিকেলের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি যাচাইয়ের জন্য অদ্যাবধি ব্যবহৃত তথ্যসুত্র গুলি মিলিয়ে দেখার আহবান করছি। (আপনার স্থানে আমি থাকলে স্বার্থের সংঘাত ট্যাগ লাগানোর আগে এই কাজটা করতাম)। আপনার মন্তব্যের অপেক্ষায় থাকলাম City of Zion (আলাপ) ২১:১২, ১৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@FaysaLBinDaruL: ভাই, দেখুন আপনি ভালো কাজ করেন। আপনার নিবন্ধও ভালো হয়। স্বার্থের সংঘাত মানে, নিবন্ধের বিষয়বস্তুর সাথে কারো সংশ্লিষ্টতা থাকা। আপনার ঐ কথায় আমার সন্দেহ হয়েছিল। আর, টেমপ্লেটটার বাংলা ওভাবে করা হয়েছে। সিওআই ট্যাগ করলে অমনই আসে।
আর, বাংলা উইকিপিডিয়ার সাম্প্রতিক অবস্থা তো জানেনই। এই পরিস্থিতির প্রভাবেই হয়ত আমার মনে সন্দেহ এসেছে। তবে, আমার আমার সন্দেহ যে সঠিক নয়, তা আপনার কথায় প্রতীয়মান হয়েছে। ট্যাগ অপসারণ করা হয়েছে। সম্পাদনায় শুভ কামনা!S. M. Nazmus Shakib (আলাপ) ২১:৩১, ১৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@S. M. Nazmus Shakib: সুধী, স্বার্থের সংঘাত ট্যাগ সরিয়ে নেয়ার জন্য ধন্যবাদ। অন্যদিকে না তাকিয়ে জলদি ২৫টি 'আপনি জানেন কি?' ট্যাগের নিবন্ধের রেকর্ড করে ফেলুন না! (Already আপনার ১৭টা আছে, আর ৮টা বাকী)।আপনার জন্যও সম্পাদনায় শুভ কামনা। City of Zion (আলাপ) ২১:৪৭, ১৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]