আলাপ:ক্যারন (উপগ্রহ)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১. 'ক্যারণ' রেফারেন্সসহ গ্রহণ করলাম। তবুও 'শ্যারণ' হবার সম্ভাবনা কতটুকু? ২. তথ্যছক সমৃদ্ধ করতে পারলাম না জ্ঞানের অভাবে। অগ্রগামীদের প্রতি আহ্বান থাকলো। উইকি কমন্সে ক্যারণের ছবি পেলাম না। অন্য কোনো উপায় আছে কি? ৩. মূলত নাম বিভ্রাট দূর করার জন্যই নিবন্ধটি মূল শিরোনামেই প্রথম ধাক্কায় দিয়ে দেয়া। আমরা কি খুব দ্রুত সঠিক সিদ্ধান্তে আসতে পারি না?Mayeenul Islam (আলাপ) ২১:৪৪, ৭ মার্চ ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

শ্যারন ও ক্যারন দুইটিই শুদ্ধ উচ্চারণ। মার্কিন যুক্তরাষ্ট্রে ও ইংরেজিভাষী বিশ্বে শ্যারন নামেই পরিচিত। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৪৬, ১৭ নভেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]