আলাপ:কেনিয়া–বাংলাদেশ সম্পর্ক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের মৌলিক চাহিদা[সম্পাদনা]

আধুনিক বই-পত্রে দুই দেশের সম্পর্ক বলতে প্রধানতঃ এবং প্রথমতঃ বোঝায় কূটনৈতিক সম্পর্ক। যদি কূটনৈতিক সম্পর্ক না থাকে তবে বাণিজ্যিক অথবা সামরিক অথবা সাংস্কৃতিক সম্পর্কের প্রশ্ন আসে না, কিংবা আসতেও পারে; যেমন কূটনৈতিক সম্পর্ক নেই অন্য দিকে যুদ্ধ চলছে। তথাপি দুই দেশের সম্পর্ক বিষয়ক নিবন্ধের শুরুতেই লেখা দরকার কূটনৈতিক সম্পর্ক আছে কি-না এবং তার ধরণ কী, অর্থাৎ দূতাবাস আছে কি-না, যেতে ভিসা লাগে কি-না ইত্যাদি। কূটনৈতিক সম্পর্ক যদি থাকে তবে অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক থাকতে পারে যার মধ্যে পড়বে (ক) এফডিআই, (খ) মানবসম্পদ রপ্তানী, (গ) উন্নয়ন বিনিয়োগ এবং (ঘ) বৈদেশিক ঋণ ইত্যাদি। যদি আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না-ও থাকে তবিু আমদানী-রপ্তানী অর্থাৎ বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে। চুক্তিসমূহের কথা এবং সমঝোতা স্মারকের কথা তো লিখতেই হবে, যদি থাকে। কিন্তু সর্বোপরি যদি যথেষ্ট তথ্য-উপাত্ত না-থাকে তবে দুই দেমের সম্পর্ক বিষয়ে নিবন্ধ না-লেখাই ভাল। দেশ নির্বাচনের বিষয়ে প্রাগ্রাধিকার পাওয়া উচিৎ যে সব দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। -- Faizul Latif Chowdhury (আলাপ) ১০:২৬, ২৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]