আলাপ:কেইন (কুস্তিগীর)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প পেশাদারি কুস্তি (মূল্যায়ন - মান অসম্পূর্ণ, গুরুত্ব অতি)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প পেশাদারি কুস্তির অংশ, যা উইকিপিডিয়ায় পেশাদারি কুস্তি সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অসম্পূর্ণ  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী অসম্পূর্ণ-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 অতি  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী অতি-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

kane এর সঠিক নামের বানান কি??[সম্পাদনা]

আমার জানামতে, Kane এর বাংলা রূপ কেন আর ইংরেজি উচ্চারণ কেইন। কিন্তু কেন দিলে কেমন যেন লাগতেছিল। তাই কেইন দিচ্ছি। কেন দিলে মনে হচ্চে প্রশ্ন করার শব্দ। এখন আমি কি করব???কেইন রাখব না কেন করব??? সকলের সাহায্য চাই। আপনাকে ধন্যবাদ --SETHNoman (Message Wall) ০২:২৩, ১২ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

একমত "কেইন" নামটাই বেশি উপযুক্ত।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৮:২৭, ১৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলায় কেইন ব্যবহার করা হয়। - Ashiq Shawon (আলাপ) ০৯:০৪, ১৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলা উচ্চারণের থেকে বড় ফ্যাক্ট হচ্ছে ওনার নামটা কিভাবে উচ্চারণ করা হয়। যদি দেখা যায় স্টেজ নেম কেন উচ্চারণ করা হয় সেক্ষেত্রে কেইন লেখার কোন যৌক্তিকতা নেই। ফের দৌস ১৪:১১, ১৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
উচ্চারণ অনুসারে কেইন হবে, গুগল অনুবাদ ব্যবহার করে দেখলাম। মহীন (আলাপ) ১৬:৪৮, ২৩ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় ~ মহীন , গুগল অনুবাদকে কিন্তু অভ্রান্ত ধরার সুযোগ নেই। কারণ আপনার আমার মত কারো না কারো অবদানে গুগল অনুবাদ গড়ে উঠেছে। ফের দৌস

@Ferdous: ভাই, মহীন ভাই সম্ভবত বোঝাতে চেয়েছেন গুগল অনুবাদের উচ্চারণ ফিচার ব্যাবহার করে, আর উচ্চারন ফিচারটা মনে হয় গুগল নিজে করে থাকে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৭, ৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
ইংরেজি উইকিপিডিয়ায় অনুসারে কেইন (কুস্তিগির) এ স্থান্তর করলাম। ধন্যবাদ-- Sethtalk ০৭:৫২, ১৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]